Advertisement
Advertisement

আজ থেকেই কার্যকর TRAI-এর নির্দেশিকা, পে চ্যানেলের জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা

স্থগিতাদেশ উঠে গেল হাই কোর্টে।

TRAI new rules for DTH and cable operators
Published by: Sayani Sen
  • Posted:February 1, 2019 9:56 am
  • Updated:February 1, 2019 9:56 am  

স্টাফ রিপোর্টার: টেলিভিশনে কেবল চ্যানেল দর্শনে আজ থেকে লাগু নতুন ভাড়া। টেলিভিশন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-র আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার নির্দেশ বদল করল কলকাতা হাই কোর্ট। লোকাল কেবল অপারেটরদের দায়ের করা মামলার জেরে কেবল টিভির নতুন ভাড়া সংক্রান্ত ট্রাইয়ের বিজ্ঞপ্তিতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি অরিন্দম সিনহা। এদিন ট্রাইয়ের বক্তব্য শোনার পর নির্দেশ পালটে বিচারপতি জানিয়ে দিয়েছেন, চ্যানেলের নতুন ভাড়া সংক্রান্ত আইন বলবৎ করতে এই মুহূর্তে কোনও অসুবিধা নেই। এ ব্যাপারে যেসব এমএসও ও লোকাল কেবল অপারেটররা এখনও পরস্পরের সঙ্গে চুক্তি করে উঠতে পারেননি, তাঁদের ৮ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি পর্ব সেরে ফেলতে হবে। পুরো পক্রিয়াটি কতটা এগোল সে সম্পর্কে ট্রাইয়ের কাছ থেকে ২৮ ফেব্রুয়ারি একটি হলফনামাও তলব করেছে কোর্ট।

কেবল পরিষেবার প্যাকেজ নিয়ে ধন্দ? ডাউনলোড করুন এই অ্যাপটি

মোদ্দা কথায়, কলকাতা হাই কোর্টের এদিনের নির্দেশের ফলে সারা দেশেই কেবল গ্রাহকদের আজ শুক্রবার থেকে বেসিক চ্যানেল ছাড়া অন্য চ্যানেল দেখতে আলাদা টাকা গুনতে হবে। ট্রাইয়ের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন রায়-সহ প্রায় ৮০ জন লোকাল কেবল অপারেটর। তাঁদের দাবি ছিল, ২০১৭ সালের ৩ মার্চ ট্রাই একটি বিজ্ঞপ্তি জারি করে ব্রডকাস্টার, এমএসও এবং লোকাল কেবল অপারেটরদের মধ্যে লভ্যাংশ বণ্টনের হারে ব্যাপক পরিবর্তন আনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লভ্যাংশের ৮০ শতাংশ পাবেন ব্রডকাস্টাররা। বাকি ২০ শতাংশ এমএসও এবং লোকাল কেবল অপারেটরদের মধ্যে ৫৫ ও ৪৫ শতাংশ হারে ভাগ হবে। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে একাধিক মামলা দায়ের হয়েছে। এমনকী সেগুলির মীমাংসা এখনও হয়নি। তার মধ্যেই এই নয়া বিজ্ঞপ্তি।

Advertisement

সুখবর! পুরনো কেবল প্যাকেজের মেয়াদ বাড়ল ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত

এদিন মামলায় ট্রাইয়ের কৌঁসুলি কৌশিক চন্দ জানান, প্রতিটি গ্রাহকের থেকেই একটা ন্যূনতম অর্থ পাওয়া যাবে। সেই অর্থ শুধুমাত্র এমএসও এবং লোকাল কেবল অপারেটরদের মধ্যে ভাগ হয়ে যাবে। তারপর গ্রাহক বাড়তি যত চ্যানেল কিনবেন সেই লাভের ৮০% পাবে ব্রডকাস্টার, আর ২০% এমএসও এবং লোকাল কেবল অপারেটরদের মধ্যে ৫৫ ও ৪৫ হারে ভাগ হবে। এমএসও এবং লোকাল কেবল অপারেটররা কী হারে ভাগ করবেন তা তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement