ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনার জেরে মৃত্যু হল আটজনের। সোমবার দুপুরে দু্র্ঘটনাটি ঘটেছে ছত্তরপুর (Chhatarpur) জেলার চন্দননগর এলাকায়। বিষয়টিকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।
Madhya Pradesh: 8 people killed in a collision between 3 motorbikes and a car on Panna road in Chandranagar.
— ANI (@ANI) July 27, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে মধ্যপ্রদেশের পান্না থেকে তিনটি বাইক আসছিল চন্দননগরের দিকে আসছিল। অন্যদিকে পান্নার দিকে যাচ্ছিল একটি স্করপিও (Scorpio)। দুপুর একটার সময় পান্না রোডের পাশে থাকা জাকিরা টেক মন্দিরের কাছে বাইক তিনটির সঙ্গে ওই স্করপিওটির মুখোমুখি সংঘর্ষ হয়। তারপর ওই গাড়িটি গিয়ে রাস্তার পাশে উলটে পড়ে। এর জেরে মোট আটজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, স্করপিও গাড়িটির চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। এর ফলে তিনটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাইককে এমন ধাক্কা মারে যে তাতে বসে থাকা একটি মেয়ের মাথা শরীর থেকে আলাদা হয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা গিয়ে যখন দুর্ঘটনাস্থলে পৌঁছন ততক্ষণে সবাইয়ের মৃত্যু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.