Advertisement
Advertisement

Breaking News

US Envoy

আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের, বাড়ছে গুঞ্জন

এর আগে জার্মানি ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতও দেখা করেছিলেন মোহন ভাগবতের সঙ্গে।

Top US envoy meets RSS chief Mohan Bhagwat। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 9, 2021 3:55 pm
  • Updated:September 9, 2021 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) সঙ্গে দেখা করলেন ভারতে নিযুক্ত আমেরিকার (US) রাষ্ট্রদূত অতুল কেশপ। তাঁদের সাক্ষাতের কথা টুইট করে জানিয়েছেন কেশপ। দিল্লিতে বুধবার কেশপ-ভাগবতের এই বৈঠক নিয়ে স্বাভাবিক ভাবেই গুঞ্জন রয়েছে।

ঠিক কী নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে? এখনও পর্যন্ত আরএসএসের তরফে আলোচনার বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু কেশপ তাঁর টুইটে জানিয়েছেন, মূলত ভারতের ‘বৈচিত্র, গণতন্ত্র,বহুত্ববাদ’ নিয়ে তিনি কথা বলেছেন মোহন ভাগবতের সঙ্গে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, হঠাৎই কেন এই বিষয়ে আরএসএস প্রধানের সঙ্গে কথা বলতে এলেন মার্কিন রাষ্ট্রদূত? এর আগে গত মাসে ভারত সফরে এসে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাতের পরে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, তাঁর সঙ্গে বিদেশমন্ত্রীর সাক্ষাতে উঠে এসেছে ‘গণতন্ত্র, বহুত্ববাদ, মানবাধিকার’-এর মতো বিষয়।

Advertisement

[আরও পড়ুন: UP Elections: বিজেপির ‘মিশন উত্তরপ্রদেশে’ সেনাপতি মোদি, প্রধানমন্ত্রীকে ঘিরেই রণকৌশল গেরুয়া শিবিরের]

আরএসএস প্রধানের সঙ্গে কোনও রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই প্রথম নয়। এর আগে জার্মানির রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডনার নাগপুরে আরএসএসের সদর দপ্তরে এসে মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ব্যারি ও’ফারেলও নাগপুরে এসে আরএসএস প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ৬০টি দেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়েছিল আরএসএস আয়োজিত এক আলোচনাসভায়।

এদিকে কেশাপের কিছুদিনের মধ্যেই অবসর নেওয়ার কথা। তার আগে ভারতে এসে কেবল মোহন ভাগবতই নয়, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভদরার সঙ্গে সাক্ষাৎ করেন। শিগগিরি তিনি আমেরিকায় ফিরবেন বলে জানা গিয়েছে। এক বিবৃতিতে তিনি ভারত-মার্কিন সম্পর্ক নিয়েও কথা বলেন। জানান, ভারত-আমেরিকার সম্পর্ক এত ভাল কখনওই ছিল না। তাঁর কথায়, ”দুই মহান গণতন্ত্র একসঙ্গে কাজ করলে আগামী পৃথিবীর জন্য আরও ভাল দিন নিয়ে আসবে।”

[আরও পড়ুন: ঝাড়খণ্ডে ‘নমাজ-ঘর’ বিতর্কের মাঝেই এবার বিহার বিধানসভায় উপাসনা গৃহের দাবি বিজেপি বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement