Advertisement
Advertisement

Breaking News

Tahawwur Rana

বুলেট প্রুফ গাড়ি, SWAT বাহিনী! মুম্বই হামলার চক্রীকে ‘নিরাপদে’ রাখতে সর্বোচ্চ নিরাপত্তার ঘেরাটোপ

সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা যে নিরাপত্তা পান, সেটাই দেওয়া হচ্ছে মুম্বই হামলার অন্যতম চক্রীকে।

Top-tier security for Tahawwur Rana: Bulletproof vehicle, SWAT commandos
Published by: Subhajit Mandal
  • Posted:April 10, 2025 12:45 pm
  • Updated:April 10, 2025 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআইএ-র হিসাবে সে মোস্ট ওয়ান্টেড জঙ্গি। বহু কাঠখড় পুড়িয়ে তাকে দেশে ফেরানো গিয়েছে। অথচ সেই জঙ্গিকে নিরাপদে রাখতে ভারত সরকারকে সর্বোচ্চ নিরাপত্তার বন্দোবস্ত করতে হচ্ছে ভারত সরকারকে। তাহাউর রানাকে পালাম বিমানবন্দর থেকে এনআইএর সদর দপ্তরে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বুলেটপ্রুফ গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশেষ SWAT বাহিনী।

আসলে রানার মতো জঙ্গিদের নিকেশ করার চেষ্টা হতে পারে। মুম্বই হামলার পুরো ষড়যন্ত্রের পর্দাফাঁস করতে এবং অন্যান্য দোষীদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য রানাকে বাঁচিয়ে রাখা জরুরি। তাছাড়া রানা ভারতে আসার পর তাঁকে বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে। সেটা সম্পন্ন হওয়ার আগে ওই জঙ্গির কোনওরম ক্ষতি হলে তাতে ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। সব দিক থেকে বিবেচনা করেই রানাকে নিরাপদে রাখার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।

Advertisement

সব ঠিক থাকলে দিল্লির পালাম বিমানবন্দরে নামবে রানা। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে এনআইএ সদর দপ্তরে। তারপর নিয়ে যাওয়া হবে পাটিয়ালা হাউস কোর্টে। সেখান থেকে ওই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হতে পারে। পুরো যাত্রাপথে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর, আদালত চত্বর এবং তিহাড় জেলকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশেষ SWAT (Special Weapons and Tactics) বাহিনী। দিল্লি পুলিশের এই বিশেষ বাহিনী সচরাচর মোতায়েন করা হয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য। রানাকেও সেই তালিকাতেই ধরছে কেন্দ্র। বিমানবন্দর থেকে পুরো রাস্তাটা রানাকে নিয়ে যাওয়া হবে বিশেষ বুলেটপ্রুফ গাড়িতে। রীতিমতো কনভয় করে বিমানবন্দর থেকে এনআইএ দপ্তর থেকে নিয়ে যাওয়া হবে মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে। ওই কনভয়ে থাকবে সাঁজোয়া গাড়িও।

রানা ভারতে নামলে সরকারিভাবে তাকে গ্রেপ্তার করবে এনআইএ। কুখ্যাত ওই জঙ্গিকে রাখা হবে দিল্লির তিহাড় জেলে। রানা দিল্লিতে নামার পর দিল্লির বিশেষ এনআইএ কোর্টে তার বিচারপ্রক্রিয়া শুরু হবে। দিল্লির পাটিয়ালা হাউসের বিশেষ এনআইএ আদালতে রানাকে পেশ করা হবে। ওই বিচারপ্রক্রিয়ায় এনআইএ’র হয়ে সওয়াল করবেন বিখ্যাত আইনজীবী নরেন্দ্র মান। আগামী ৩ বছরের জন্য রানার বিরুদ্ধে সওয়াল করার জন্য মানকে নিয়োগ করেছে সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement