সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেন। এরপর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন বৈঠকে রাহুল মুসলিম বুদ্ধিজীবীদের বলেছেন, ‘কংগ্রেস মুসলিমদের দল’। এ নিয়ে রাজধানীতে বিস্তর রাজনীতি হয়েছে। শেষে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য টুইট করতে হয়েছিল রাহুলকে। রাহুল বলেছিলেন প্রত্যেক ভারতীয়রই পাশে রয়েছেন তিনি। কিন্তু রাহুলের এই অবস্থানে সন্তুষ্ট নন মুসলিম বুদ্ধিজীবীরা। মুসলিম বুদ্ধিজীবীদের একাংশ বলছেন, দেশে মুসলিমরা ভয়ে ভয়ে বাস করছে, অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, অথচ সেই মাত্রায় বিরোধিতার সুর শোনা যাচ্ছে না কংগ্রেসে সভাপতির গলায়। মুসলিমদের সমস্যা নিয়ে কংগ্রেসের অবস্থান কী, তাও স্পষ্ট করার দাবি জানিয়েছেন ওই ইমাম।
দিল্লির জামা মসজিদের শাহী ইমাম মৌলানা সৈয়দ আহমেদ বুখারি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে মৌলানা দাবি করেছেন, বিজেপির শাসনে মুসলিমরা ভয়ে ভয়ে রয়েছে। মুসলিমদের উপর লাগাতার অত্যাচার চলছে। জামা মসজিদের ইমামের দাবি, গত ৭০ বছরে ভারতে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে মুসলিমরা। মুসলিমদের ব্যবসা করতে সমস্যা হচ্ছে, কাজকর্ম করতে সমস্যা হচ্ছে। এর মধ্যেই মোট ৬৪ জন মুসলিম গণপিটুনির শিকার হয়ে মারা গিয়েছেন। অথচ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নাকি এর বিরুদ্ধে আওয়াজই তুলছেন না। মৌলানা চিঠিতে বলেন, আপনার কণ্ঠস্বর গর্জে উঠছেন না কেন? সরকারের উপর চাপ বাড়ান, স্পষ্ট করুন আপনার দল কাদের পক্ষে?
উল্লেখ্য কদিন আগে এই মৌলানার সঙ্গে দেখা করতে গিয়ে চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েলকে। বৈঠকের পরই মৌলানা বলেন, বিজেপি আমাদের আক্রমণ করেছে, আমাদের টার্গেট করেছে, আবার আমাদের ভোটব্যাংক হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে। জামা মসজিদের ইমামের এই অবস্থানে স্পষ্ট তিনি বিজেপির পক্ষে নন। আবার কংগ্রেসের বিরোধিতার ধরনও পছন্দ নয় তাঁর।
They’ve come to us but Muslims are targeted&abused. There’s one yr left for election, if they do something, it’s welcome but we’ve lot of complaints: Jama Masjid’s Shahi Imam Maulana Syed Ahmed Bukhari after Union Min Vijay Goel met him as part of ‘Sampark for Samarthan’ #Delhi pic.twitter.com/pEihSsnzHW
— ANI (@ANI) June 9, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.