সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন আশঙ্কা তৈরি হয়েছিল যা বারংবার অস্বীকার করে এসেছেন রাজনৈতিক নেতারা৷ কিন্তু সেই আশঙ্কা সত্যি করেই এবার সন্ত্রাস কবলিত জম্মু-কাশ্মীরে নিজেদের উপস্থিতির প্রমাণ দিল জঙ্গি সংগঠন আইএস৷ সূত্রের খবর, ইতিমধ্যেই উপত্যকায় দুই জঙ্গিকে খতম করেছে ভারতীয় জওয়ানরা৷ যাদের মধ্যে একজনকে আইএসের শীর্ষ কম্যান্ডার বলে চিহ্নিত করেছেন খোদ জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান৷ জানা গিয়েছে, খতম হওয়া আইএস জঙ্গির নাম দাউদ৷
[২০১৯-এ তিনশোর বেশি আসন নিয়ে সরকার গড়ব, আত্মবিশ্বাসী পীযূষ গোয়েল]
Encounter at Khiram Srigufara on , two terrorists down, firing still continues. Unfortunate we lost one colleague of J&K Police.
— Shesh Paul Vaid (@spvaid) June 22, 2018
বিচ্ছিন্নতাবাদী বিক্ষোভের সঙ্গে সঙ্গে জম্মু-কাশ্মীরে তাদের জমি শক্ত করছে আইএস৷ অনেকদিন আগেই রিপোর্টে তা প্রকাশ করেছিলেন ভারতীয় গোয়েন্দারা৷ কেবল গোয়েন্দা রিপোর্টই নয়, বিচ্ছিন্নতাবাদীরা যখনই সেনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে তখনই তাদের হাতে দেখা গিয়েছে আইএসের পতাকা৷ কিন্তু এত কিছুর পরেও বারংবার পিডিপির মতো রাজনৈতিক দলগুলি অস্বীকার করে গিয়েছে উপত্যকায় আইএসের উপস্থিতির কথা৷ দাবি করে এসেছে, উপত্যকায় ভীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং ভারতীয় সেনাকে বিভ্রান্ত করার জন্যই প্রতীকীভাবে আইএসের পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় বিচ্ছিন্তাবাদীরা৷ কিন্তু গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যুবদের মগজ ধোলাই করে তাদের সংগঠনে যোগদান করানোর কাজ উপত্যকায় দীর্গদিন ধরেই সন্তর্পণে করে চলেছে আইএস৷ যার প্রমাণ ইদের দিনেও মিলেছে৷ সেদিনও সেনাকে লক্ষ্য করে পাথর হামলা করে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যুবকরা৷ সেই মিছিলেও দেখা গিয়েছিল আইএসের পতাকা৷ গোয়েন্দা রিপোর্টকে কার্যত গুরুত্ব দেয়নি তিন বছর ধরে জম্মু-কাশ্মীরের শাসনে থাকা পিডিপি৷ বরাবরাই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছে তারা৷ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার সেনা অভিযানে উপত্যকায় প্রথম আইএস জঙ্গি খতম হওয়া সেই গোয়েন্দা রিপোর্টকেই মান্যতা দিল৷
Terrorists reportedly affiliated to ISJK.
— Shesh Paul Vaid (@spvaid) June 22, 2018
[কাশ্মীরে জঙ্গিদমনে আরও কড়া কেন্দ্র, সেনার শক্তি বাড়াতে পাঠানো হচ্ছে এনএসজি]
পিডিপি-র সঙ্গে জোট ভেঙে জম্মু-কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি করার পর গত কয়েকদিন ধরেই উপত্যকায় সেনা অভিযান তীব্র করেছে কেন্দ্র৷ পাঠানো হয়েছে ভারতীয় সেনার অন্যতম শক্তিশালী এনএসজি কমান্ডোদের৷ গত কয়েকদিনের মতো শুক্রবারও কাশ্মীরের একাধিক জায়গায় জঙ্গি দমন অভিযান চালাচ্ছে সেনা৷ গর্ত থেকে বের করে খতম করা হচ্ছে সন্ত্রাসীদের, ধরে ধরে নষ্ট করা হচ্ছে তাদের গোপন ঘাঁটি৷ ইতিমধ্যেই উপত্যকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ব্যবস্থা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.