Advertisement
Advertisement
Arvind Kejriwal

মানহানির মামলায় হাই কোর্টের সমন এড়াতে সুপ্রিম দ্বারে কেজরি, সোমে শুনানি

ধ্রুব রাঠির ভিডিও রিটুইট করে বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী।

Top Court To Hear Arvind Kejriwal's Plea In Defamation Case
Published by: Kishore Ghosh
  • Posted:August 11, 2024 6:55 pm
  • Updated:August 11, 2024 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানহানির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল দিল্লি হাই কোর্ট। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সোমবার ওই মামলা শুনবে শীর্ষ আদালত। উল্লেখ্য, বর্তমানে আবগারি মামলায় গ্রেপ্তার হয়ে তিহাড় জেলে রয়েছেন কেজরি। একাধিক বার জামিনের আবেদন করলেও লাভ হয়নি। এর মধ্যেই মানহানির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিল আদালত।

কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল নিম্ন আদালতে। নেপথ্যে ইউটিউবার ধ্রুব রাঠির ২০১৮ সালের একটি ভিডিও। যেটি রিটুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর জেরে ২০১৯ সালে কেজরিকে সমন পাঠিয়ে ডেকে পাঠায় নিম্ন আদালত। যদিও হাজিরা না দিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু হাই কোর্টও কেজরিকে সমন পাঠায়। ওই নির্দেশিকায় বলা হয়, কোনও মানহানিকর বিষয়বস্তু যদি কেউ সমাজমাধ্যমে ভাগ করে নেন, তবে তিনিও সমান অভিযুক্ত। তা অবশ্যই শাস্তিযোগ্য।

Advertisement

 

[আরও পড়ুন: অগ্নিকাণ্ড? আতঙ্কে হাওড়া-অমৃতসর মেল থেকে লাফ যাত্রীদের, আহত বহু

এই অবস্থায় সুপ্রিম কোর্টে যান দিল্লির মুখ্যমন্ত্রী। দোষ স্বীকার করে জানান, ভিডিও রিটুইট করে ভুল করেছিলেন। যার পর নিম্ন আদালতের নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেছিল বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। পাশপাশি সুপ্রিম কোর্টে জানতে চায়, তিনি অভিযোগকারীর কাছে ক্ষমা চাইতে চান কি না। এই মামালই সোমবার শুনবে শীর্ষ আদালতের বেঞ্চ।

 

[আরও পড়ুন: মর্মান্তিক! ফুঁসে ওঠা নদীর জলে ভেসে গেল SUV, পাঞ্জাবে এক পরিবারের ৭ জনের মৃত্যু

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement