Advertisement
Advertisement

Breaking News

নির্ভয়া গণধর্ষণ

নির্ভয়া কাণ্ড: ফাঁসি নিয়ে কাটছে আইনি জট, মুকেশের আরজি খারিজ আদালতে

২০ মার্চ চার অপরাধীর ফাঁসির দিন ধার্য হয়েছে।

Top Court rejects Nirbhaya Convict's fresh request for new curative plea
Published by: Paramita Paul
  • Posted:March 16, 2020 3:45 pm
  • Updated:March 16, 2020 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নির্ভয়া মামলায় আইনি জট কাটছে। মুকেশ সিংয়ের নতুন করে রায় সংশোধনী দায়ের করার আরজি  সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতভাবে তার সমস্ত আইনি বিকল্প পাওয়ার পথ বন্ধ হয়ে গেল। এদিন সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দেয়, “নিজেকে বাঁচাতে সমস্ত আইনি বিকল্প ব্যবহার করে ফেলেছে মুকেশ।” ফলে ২০ মার্চ চার দোষীর ফাঁসি হওয়ার পথে আরও কোনও বাধা রইল না বলেই মনে করছেন আইনজীবী মহল। পাশাপাশি মুকেশ তার পূর্বতন আইনজীবী বৃন্দা গ্রোভারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চেয়েছিল। তার সেই আরজিও এদিন আদালতে খারিজ হয়ে যায়। এদিকে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে চার অপরাধীর পরিবার। 

[আরও পড়ুন : করোনা আতঙ্কের জের, বাতিল আরএসএসের জাতীয় নীতি নির্ধারক কমিটির বার্ষিক বৈঠক]

নতুন কিউরেটিভ আরজি জানানোর সুযোগ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকেশের আইনজীবী M L Shrama। ২০১৮ সালে মুকেশের প্রাণভিক্ষার আরজি খারিজ করেছিলেন রাষ্ট্রপতি। সেইসময় তার কিউরেটিভ আরজিও শীর্ষ আদালতে খারিজ হয়ে যায়। কিন্তু মুকেশের বর্তমান আইনজীবী এম এল শর্মার অভিযোগ, রাষ্ট্রপতি আরজি খারিজের সাতদিনের মধ্যেই কিউরেটিভ আরজি জানাতে বাধ্য করেছিলেন মুকেশের তৎকালীন আইনজীবী বৃন্দা গ্রোভার। কার্যত জোর করে মুকেশকে সেই নথিতে স্বাক্ষর করিয়েছিলেন বলেও অভিযোগ। তাই মুকেশ যাতে ‘স্বেচ্ছায়’ ফের একবার এই আবেদন জানাতে পারে, তার ব্যবস্থা করতে তৎপর এম এল শর্মা। একইসঙ্গে তাঁর দাবি, ২০২১ সালের জুলাই পর্যন্ত মুকেশকে সময় দেওয়া হোক। 

[আরও পড়ুন : ‘সিস্টেম ভেঙে পড়েছে, আরও ব্যাংক বন্ধ হবে’, অর্থনীতি নিয়ে নয়া আশঙ্কা রাহুলের]

এদিকে দিল্লির উপরাজ্যপালের কাছেও সাজা পরিবর্তনের আবেদন জানিয়েছিলেন বিনয় শর্মার আইনজীবীও। তিনিও সেই আরজি খারিজ করে দিয়েছেন বলেই খবর। ফলে ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় চার অপরাধীর ফাঁসি নিয়ে কোনও বাধা রইল না বলেই মনে করছে আইনজীবী মহল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement