Advertisement
Advertisement
August 15

স্বাধীনতা দিবস থেকে ৫০ টাকাতেই মিলবে ‘মহার্ঘ’ টমেটো! সুখবর দিল মোদি সরকার

টমেটোর মূল্যবৃদ্ধি হওয়ায় গত মাসেই বড় সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

Tomatoes to be sold at Rs 50 per kg from August 15: Centre | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 14, 2023 8:15 pm
  • Updated:August 14, 2023 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে সুখবর দিল মোদি সরকার। ৭০ নয়, ১৫ আগস্ট থেকে কেজি প্রতি ৫০ টাকাতেই মিলবে টমেটো!

সোমবার জাতীয় সমবায় ক্রেতা ফেডারেশন (NCCF) এবং জাতীয় কৃষি সমবায় মার্কেটিং ফেডারেশনের (NAFED) তরফে সোমবার জানানো হয়েছে, ১৫ আগস্ট অর্থাৎ মঙ্গলবার থেকে ৫০ টাকায় বিক্রি হবে এক কিলো টমেটো। পাইকারি বাজারে টমেটোর মূল্য কমতে শুরু করেছে। সেই কারণেই কেন্দ্রের তরফে এই উদ্যোগ নেওয়া হল। সরকারের আশা, যেখানে টমেটোর দাম প্রতি কেজি প্রায় ৩০০ টাকা হয়ে গিয়েছে, সেখানে এহেন উদ্যোগ অনেকটাই স্বস্তি দেবে মধ্যবিত্তকে।

Advertisement

[আরও পড়ুন: মডেলদের বিবস্ত্র করে ছবি তোলার অভিযোগ! বিতর্কে মিস ইউনিভার্স প্রতিযোগিতা]

মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে দেশের একাধিক শহরে কমেছে টমেটোর দাম। জুলাই মাসে মোদি সরকারের তরফে টমেটোর দামের উপর ভরতুকি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর তার জন্যই দিল্লি-এনসিআরে প্রতি কেজি টমেটোর দাম কমে হয় ৮০ থেকে ৯০ টাকা। এরপর গত ২০ জুলাই থেকে জয়পুর, কোটা, লখনউ, কানপুর, বারাণসী, প্রয়াগরাজ, পাটনা, মুজাফ্ফরপুর, আরাহ, বক্সারের মতো শহরে ৭০ টাকার বিনিময়েই মিলছিল এক কিলো টমেটো। শুধু তাই নয়, ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম থেকেও অল্প দামে কিনে নেওয়া যাচ্ছিল টমেটো। এবার এই সব্জির দাম আরও কমবে বলেই জানিয়ে দিল কেন্দ্র।

উল্লেখ্য, প্রায় গোটা দেশে চড়া দাম ওঠে টমেটোর। কোথাও কোথাও এক কিলো টমেটো কিনতে খরচ হয়েছে আড়াইশো থেকে ৩০০ টাকা। এই পরিস্থিতিতে আমজনতাকে স্বস্তি দিতে উদ্যোগী হয় কেন্দ্রের উপভোক্তা বিষয়ক বিভাগ। তারা জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন এবং জাতীয় সমবায় উপভোক্তা ফেডারেশনকে নির্দেশ দেয়, কৃষকদের থেকে সরাসরি টমেটো সংগ্রহ করে দেশের যে এলাকায় বেশি দামে টমেটো বিক্রি হচ্ছে, সেখানে তা বিক্রি ব্যবস্থা করতে। বাজারে জোগান বাড়লেই কমবে টমেটোর দাম, মত মোদি সরকারের। সেই প্রক্রিয়াই অনুসরণ করেই এবার টমেটোর দাম আরও কমানো হল।

[আরও পড়ুন: কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে ‘জয় ইন্ডিয়া’ স্লোগান, ‘বাংলাকে ধমকানি, চমকানি নয়’, হুঙ্কার মমতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement