Advertisement
Advertisement

Breaking News

Toll Tax

বাড়ছে হাইওয়ে-এক্সপ্রেসওয়েতে যাতায়াতের খরচ, জেনে নিন কত হল টোল ট্যাক্স

২০২২ সালে ১০-১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল টোল ট্যাক্স।

Toll Tax at Highways and Expressways Across India to Become Costlier From April 1 | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 6, 2023 7:41 pm
  • Updated:March 6, 2023 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েগুলিতে যাতায়াতে খরচ বাড়তে চলেছে। টোল ট্যাক্স বাড়বে আগামী ১ এপ্রিল থেকে। রবিবার এক বিজ্ঞপ্তিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ মার্চের মধ্যে সংশোধিত টোল ট্যাক্সের পরিমাণ জানানো হবে। সংশ্লিষ্ট মন্ত্রকের অনুমোদন পেলে ১ এপ্রিল থেকেই নতুন মূল্য কার্যকর হবে। কতটা বাড়তে পারে টোল ট্যাক্স?

জানা গিয়েছে হালকা যানবাহনের ক্ষেত্রে ৫ শতাংশ পর্যন্ত বাড়তে ট্যাক্স। ভারী যানবাহনের ক্ষেত্রে ট্যাক্স বৃদ্ধি হতে পারে ১০ শতাংশ অবধি। নিয়ম মতো ২০০৮ সাল থেকেই প্রতি বছর টোল ট্যাক্সের পরিমাণ সংশোধন করা হচ্ছে। ২০২২ সালে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল টোল ট্যাক্স। বর্তমানে জাতীয় সড়কগুলিতে কিলোমিটার প্রতি ২.১৯ টাকা টোল ট্যাক্স নেওয়া হয়। ১ এপ্রিল থেকে তা ১০ শতাংশ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: এবার ঔরঙ্গাবাদ থেকে ঔরঙ্গজেবের কবর সরানোর দাবি, মোদিকে চিঠি দেবেন শিব সেনা বিধায়ক]

টোল প্লাজার ২০ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসকারীদের মাসিক পাসের সুবিধা দেওয়া হয়। অবাণিজ্যিক গাড়ির মালিকদের প্রতি মাসে ৩১৫ টাকায় সংশ্লিষ্ট টোল প্লাজা দিয়ে যতবার খুশি যাতায়াতের সুবিধা দেওয়া হয়। এই মাসিক পাসেরও দামও ১০ শতাংশ বৃদ্ধি হতে পারে।

[আরও পড়ুন: তিহার জেলে ঠাঁই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অভিযুক্ত সিসোদিয়ার, সঙ্গে নিলেন ভগবত গীতা]

রবিবারের বিজ্ঞপ্তিতে সংগৃহীত টোল ট্যাক্সের পরিমাণ জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ২০২২-২৩ আর্থিক বছরে জাতীয় মহাসড়কগুলিতে সংগৃহীত টোল ট্যাক্সের মোট পরিমাণ ছিল ৩৩,৮৮১.২২ কোটি টাকা। উল্লেখ্য, টোল ট্যাক্স দেওয়ার পদ্ধতি সরলীকরণের লক্ষ্যে কেন্দ্র ‘ফাস্টট্যাগ’ ব্যবস্থা চালু করেছে। ২০২২ সালে এই পদ্ধতিতে মোট টোল সংগ্রহ হয়েছে ৫০,৮৫৫ কোটি টাকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement