সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলতে খেলতে বোরওয়েলে পড়ে গেল দেড় বছরের শিশু। শুক্রবার এই ঘটনা ঘটেছে গুজরাটের অমরেলি জেলার সুরগাপারা গ্রামে। প্রায় ৫০ ফুট গভীর ওই নলকূপের গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে উদ্ধারকারী দল। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, গত প্রায় ১ মাস ধরে ভানু কাকাদিয়া নামে এক কৃষকের চাষের জমিতে নলকূপ বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই কূপের পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল দেড় বছরের ওই শিশুকন্যা। খেলতে খেলতে কোনওভাবে বোরওয়েলের কাছে চলে আসে সে। এবং কোনওভাবে তার ভেতরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাকিরা গিয়ে খবর দেয় স্থানীয়দের, পাশাপাশি খবর যায় প্রশাসনের কাছেও। প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকার্য।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই বোরওয়েলের গভীরতা অন্তত ৫০ ফুট। আমরেলির থেকে ইতিমধ্যেই সেখানে এসে উদ্ধারকাজে হাত লাগিয়েছে দমকোল বিভাগ। স্বাস্থ্য দপ্তরের একটি দলও সেখানে উপস্থিত হয়েছে। ভিতরে পর্যাপ্ত অক্সেজেন সরবরাহ করা হচ্ছে। যাতে শিশুটির কোনও সমস্যা না হয়। পাশাপাশি উদ্ধারে হাত লাগাতে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও (NDRF) ডাকা হয়েছে। আমরেলির জেলাশাসক অজয় ধালিয়া বলেন, এনডিআরএফের পাশাপাশি ওএনজিসিকেও (ONCG) উদ্ধারকাজে সাহায্যের জন্য ডাকা হয়েছে। কম্পিউটার চালিত যন্ত্রের সাহায্যে শিশুকন্যাটিকে ভেতর থেকে বের করার চেষ্টা চলছে।
এদিকে সময় যত গড়াচ্ছে উদ্বেগ ততই বাড়ছে। গ্রামের পঞ্চায়েত প্রধান কুলা সভয়া বলেন, শিশুটি ভিতরে পড়ে যাওয়ার পর ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। বিকেল ৩ টে পর্যন্ত সেই আওয়াজ পাওয়া যায়। তবে এর পর থেকে আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। আমরা চাইছি যাতে দ্রুত শিশুটিকে উদ্ধার করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.