Advertisement
Advertisement

Breaking News

Delhi

১৫ বছরের কিশোরের ‘বেপরোয়া’ গাড়ির নিচে পিষে মৃত্যু খুদের, ভাইরাল CCTV ফুটেজ

ইদের আনন্দে মেতে ওঠা হল না পরিবারের।

Toddler dies in Delhi after being crushed under car

প্রতীকী ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 31, 2025 9:33 pm
  • Updated:March 31, 2025 9:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক ছিল সপরিবারের খুশির ইদের আনন্দে মেতে ওঠার। কিন্তু ঠিক তার আগের দিন ঘটবে এমন মর্মান্তিক ঘটনা, কে জানত! ১৫ বছরের প্রতিবেশী কিশোরের ‘বেপরোয়া’ গাড়িতে পিষে গেল খুদে। রাজধানী দিল্লির এহেন ভয়ংকর কাণ্ডের সিসিটিভি ফুটেজ আপাতত ভাইরাল।

রবিবার পাহাড়গঞ্জে বাড়ির বাইরে খেলছিল ২ বছরের অনাবিয়া নামের কন্যাশিশু। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ঠিক সেই সময়ই একটি চারচাকা চালিয়ে এগিয়ে আসছে ১৫ বছরের এক কিশোর। প্রথমে অনাবিয়ার থেকে মিটার খানেক দূরে এসে গাড়িটি থেমে যায়। কিন্তু তারপর তা চলতে শুরু করে। চালকের আসনে বসে থাকা কিশোর বুঝতেই পারেনি তার রাস্তায় খেলা করছে ওই খুদে। গাড়ির বাঁ দিকের চাকায় পিষে যায় বাচ্চাটির শরীর।

Advertisement

এহেন মর্মান্তিক দৃশ্য চোখে পড়তেই ছুটে আসেন আশপাশের লোকজন। গাড়িটি থামিয়ে চাকার নিচ থেকে বের করা হয় শিশুকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। আঘাত এতটাই গুরুতর ছিল যে হাসপাতালেই মৃত্যু হয় খুদের। পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত কিশোরের বাবা পঙ্কজ আগরওয়ালকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। লাইসেন্স ছাড়াই কীভাবে গাড়ি চালানোর অনুমতি পায় নাবালকরা? এমন ঘটনায় ফের একবার এই প্রশ্নই উঠছে।

উল্লেখ্য, গত বছর পুণেতে এক নাবালকের গাড়ির ধাক্কাতেই প্রাণ হারিয়েছিলেন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দুই বাইক আরোহী। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল পুণে। কিন্তু দিল্লির ঘটনা যেন ফের মনে করিয়ে দিল, সুরক্ষিত থাকতে আরও কতখানি সতর্ক হতে হবে পরিবারকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement