Advertisement
Advertisement
Manish Sisodias

গুরুতর অসুস্থ স্ত্রী, পুত্র বিদেশে, তার মধ্যেই সিবিআইয়ের চার্জশিটে মণীশ সিসোদিয়ার নাম

বর্তমানে জেলে বন্দি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।

Today Manish Sisodias name in charge sheet as an accused by CBI | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 25, 2023 9:22 pm
  • Updated:April 25, 2023 9:45 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: মন ভাল নেই মণীশের! দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি। তার মধ্যে মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় স্ত্রী সীমাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। মন্দ সময় কাছে নেই একমাত্র সন্তান। মণীশ-সীমার একমাত্র পুত্র বিদেশে পড়াশোনা করেন। মরার উপর খাড়ার ঘায়ের মতো দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসাবে মণীশের নাম এবার সিবিআই (CBI) চার্জশিটে। এই প্রথম আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর নাম দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

গত ফেব্রুয়ারি মাসে আপ নেতা তথা দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশকে গ্রেপ্তার করে সিবিআই। এর পর থেকেই তিনি জেলে রয়েছেন। জেলবন্দি থাকা অবস্থায় গ্রেপ্তার করেছে ইডি। এর মধ্যেই মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় স্ত্রী সীমাকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করতে হয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ সীমা। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, “জটিল রোগে ভুগছেন সীমা। তাঁর দেখভাল মণীশই করতেন। এখন সেটাও পারছেন না।” উল্লেখ্য, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী একাধিকবার আবেদন করলেও জামিন পাননি। এর মধ্যেই আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসাবে মণীশ সিসোদিয়ার নাম উঠে এল সিবিআইয়ের চার্জশিটে।

Advertisement

[আরও পড়ুন: কালিয়াগঞ্জ কাণ্ডে উদ্বিগ্ন রাজ্যপাল, রিপোর্ট তলব মুখ্যসচিব ও ডিজির কাছে]

সিবিআইয়ের জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটে মণীশ ছাড়াও নাম রয়েছে হায়দরাবাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বুচি বাবু, মদ ব্যবসায়ী অমনদীপ সিংহ ঢাল এবং অর্জুন পাণ্ডের। সিবিআইয়ের দাবি, ২০২১-২২ সালের আবগারি নীতিতে দিল্লি সরকার কয়েক জন মদ ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিয়েছিল। তার বদলে বিপুল অঙ্কের অর্থ হাতবদল হয়েছিল। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে আপ। তাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশে বিজেপি ষড়যন্ত্র করছে। 

[আরও পড়ুন: দায়রা আদালতে মেলেনি স্বস্তি, ‘মোদি মন্তব্য’ মামলায় এবার হাই কোর্টে রাহুল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement