Advertisement
Advertisement

Breaking News

দেশের পরবর্তী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়! উত্তরসূরির নাম প্রস্তাব CJI ললিতের

ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও দেশের প্রধান বিচারপতি ছিলেন।

Today Chief Justice UU Lalit Recommends Justice DY Chandrachud As His Successor | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 11, 2022 1:04 pm
  • Updated:October 11, 2022 5:22 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: এন ভি রমণের (NV Ramana) মেয়াদ ফুরোনোর পর কার্যত সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি (Chief Justice of Supreme Court) হন বিচারপতি ইউ ইউ ললিত (UU Lalit)। গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর কাছে পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া হয়েছিল। মঙ্গলবার সেই নাম প্রস্তাব করলেন বিচারপতি ইউ ইউ ললিত। পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নাম প্রস্তাব করেছেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া ছাড়াও এই বিষয়ে টুইট করেছিল কেন্দ্র। যা নজিরবিহীন ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই বিচারপতি চন্দ্রচূড়কে চিঠি দিয়ে প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম প্রস্তাবের কথা জানান ইউ ইউ ললিত। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের উপস্থিতিতে এই চিঠি দেন তিনি। জানা গিয়েছে, নিয়ম মতো বিচারপতি ললিত পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তবের বিষয়টি কেন্দ্রীয় আইনমন্ত্রীকেও চিঠি লিখে জানাবেন।

Advertisement

[আরও পড়ুন: পরপর দু’দিন দেশের করোনা সংক্রমণ নিম্নমুখী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত দু’হাজারেরও কম]

এন ভি রমণের মেয়াদ ফুরোনোর পর গত আগস্ট মাসে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি ইউ ইউ ললিত। তবে দেশের শীর্ষ আদালতে কার্যত অস্থায়ী পদে রয়েছেন তিনি। তিন মাসেই ফুরোতে চলেছে সেই মেয়াদ। আগামী ৮ নভেম্বর প্রধান বিচারপতি পদ ছাড়বেন তিনি বিচারপতি ললিত। মঙ্গলবার তার আগে নিজের উত্তরসূরির নাম প্রস্তাব করলেন তিনি।

[আরও পড়ুন: এবার শত্রুর উপর ‘প্রচণ্ড’ আঘাত হানবে বায়ুসেনার প্রমিলা বাহিনী]

সব ঠিক থাকলে বিচারপতি ললিতের পর দেশের ৫০ তম প্রধান বিচারপতি হবেন ডি ওয়াই চন্দ্রচূড়। এর আগে বিচারপতি চন্দ্রচূড় ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court.) প্রধান বিচারপতি হন। বম্বে হাইকোর্টে (Bombay High Court) ওকালতি করেছেন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন। প্রধান বিচারপতি নিযুক্ত হলে ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত এই পদে থাকবেন তিনি। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও দেশের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ সালে থেকে ১৯৮৫ সাল পর্যন্ত দেশের প্রধান বিচারপতি ছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement