Advertisement
Advertisement
one nation one election

‘এক দেশ, এক নির্বাচন’ সম্পর্কে জনমত তৈরির উদ্যোগ, দেশজুড়ে প্রচারে নামছে বিজেপি

সংবিধান দিবসের অনুষ্ঠানে এই বিষয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী।

To push for ‘one nation, one election’, BJP to hold 25 webinars over next few weeks। Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:December 26, 2020 9:22 pm
  • Updated:December 26, 2020 9:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে ক্ষমতায় আসার পরেই ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে সায় দিয়েছিলেন অন্য বিজেপি নেতারাও। কিন্তু, তারপর থেকে গত ৬ বছরে যখনই এই প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে তখনও প্রবল বিরোধিতা করেছে সমস্ত বিরোধী দল। ফলে এখনও পর্যন্ত বিষয়টি আলোচনার স্তরেই রয়ে গিয়েছে। তবে এবার দেশজুড়ে এই বিষয়ে জনমত তৈরির জন্য প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এবিষয়ে তারা ২৫টি ওয়েবমিনারের আয়োজন করবে বলে জানা গিয়েছে।

এপ্রসঙ্গে বিজেপির এক কেন্দ্রীয় নেতা জানান, দীর্ঘদিন ধরেই দেশের উন্নয়নের স্বার্থে এক দেশ, এক নির্বাচনের রাস্তায় হাঁটার বিষয়ে আলোচনা করা হচ্ছে। এবার এই বিষয়ে দেশের সাধারণ মানুষকে সচেতন করার জন্য ওয়েবমিনার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আগামী কয়েক সপ্তাহে মোট ২৫টি ওয়েবমিনার করা হবে বলে ঠিক হয়েছে। সেগুলিতে বিজেপির শীর্ষ নেতাদের পাশাপাশি শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞরাও অংশ নেবেন। ‘এক দেশ, এক নির্বাচন (one nation, one election)’-এর রাস্তায় হাঁটলে দেশের কত উপকার হবে তা নিয়ে আলোচনা হবে ওই ভারচুয়াল অনুষ্ঠানগুলিতে।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরেও ঘোড়া কেনাবেচা করতে চাইছে বিজেপি! চাঞ্চল্যকর অভিযোগ ওমর আবদুল্লার ]

গতমাসে সংবিধান দিবসের দিন এই বিষয়টি ফের উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর গত সপ্তাহে আইন প্রণয়ন হলেই কমিশন এক দেশ, এক নির্বাচনের পথে হাঁটতে তৈরি আছে বলে জানিয়ে দেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। এরপরই দেশজুড়ে জনমত তৈরির বিষয়ে উদ্যোগ নিল বিজেপির শীর্ষ নেতৃত্ব।

[আরও পড়ুন: ঝাড়খণ্ড পুলিশের বড় সাফল্য, গিরিডিতে ধৃত শীর্ষ নেতা-সহ ৬ মাওবাদী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement