সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ কেরলে এক তরুণীকে ধর্ষণ করতে গিয়েছিল এক প্রৌঢ়৷ নিজেকে বাঁচাতে ধারালো অস্ত্রের কোপে ওই প্রৌঢ়র পুরুষাঙ্গটিই কেটে নিয়েছিলেন ওই তরুণী৷ তবে এবার আর কোনও ধারালো অস্ত্র নয়, যে কোনও অপরাধ, এমনকী ধর্ষণের হাত থেকে বাঁচতেও মহিলাদের অস্ত্র হয়ে উঠতে পারে ‘জুতো’৷ ‘ইলেক্ট্রো-শ্যু’ নামে এমনই এক অভিনব জুতো তৈরি করে ফেলেছেন তেলেঙ্গানার বাসিন্দা সিদ্ধার্থ মান্ডালা৷ এই জুতো পায়ে থাকলে, অপরাধীকে একেবারে বিদ্যুৎস্পৃষ্ট করে দিতে পারবেন মহিলারা৷
[স্কুলে ‘গীতা’ বাধ্যতামূলক করতে সংসদে বিল আনছেন বিজেপি সাংসদ]
সিদ্ধার্থ মান্ডালা তেলেঙ্গানার একজন উদীয়মান কারিগরি উদ্যোক্তাও৷ ২০১২ সালে নির্ভয়া-কাণ্ড আর পাঁচ জন ভারতীয়ের মতো তাঁকেও নাড়িয়ে দিয়েছিল৷ তখনই তিনি ঠিক করে ফেলেন, মহিলাদের আত্মরক্ষার জন্য অভিনব কোনও যন্ত্র তৈরি করবেন৷ সেই ভাবনারই ফলশ্রুতি এই ‘ইলেক্ট্রো-শ্যু’৷ সিদ্ধার্থ মান্ডালা জানিয়েছেন, এক বিশেষ ধরনের সার্কিট বোর্ড দিয়ে এই জুতো তৈরি করা হয়েছে৷ পায়ের চাপেই এই ‘ইলেক্ট্রো-শ্যু’ রিচার্জ হয়ে যাবে৷ তাই ব্যবহারকারী যত বেশি হাঁটবেন, এই জুতোর ভিতরে তত বেশি শক্তি তৈরি হবে এবং সেই শক্তি রিচার্জেবল ব্যাটারিতে জমা হবে৷ আক্রমণকারীর দেহের সংস্পর্শে আসার সময়ে জুতোটিতে যাতে পর্যাপ্ত চার্জ থাকে, শুধু সেটুকু নিশ্চিত করতে হবে ব্যবহারকারীকে৷ আর তাহলেই আক্রমণকারীকে বিদ্যুৎস্পৃষ্ট করে দেবে এই জুতো৷
[খাবার চুরির অপরাধে নগ্ন করা হল দুই নাবালককে]
এই জুতোর নকশার পেটেন্টের জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন সিদ্ধার্থ৷ তবে বাজারে ছাড়ার আগে এই জুতো কতটা টেকসই হবে, তা যাচাই করে নিতে চান তিনি৷ সিদ্ধার্থ মান্ডালা জানিয়েছেন, পেন্টেট পাওয়ার পর, এই জুতো আদৌও বাজারে চলবে কিনা, তা বোঝার জন্য হায়দরবাদের বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলবেন তিনি৷ জুতোটিকে আকর্ষণীয় করতে তুলতে প্রয়োজনে নকশায় অদল-বদল করতেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি৷
[নগ্ন হয়ে মুম্বইয়ের জয় সেলিব্রেট ক্রিকেটারের, ভাইরাল ভিডিও]
তেলেঙ্গানায় এমনিতেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বাড়ছে৷ ২০১৫ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের নিরিখে সারাদেশের মধ্যে দক্ষিণের এই রাজ্যটি ছিল তিন নম্বরে৷ এই পরিস্থিতিতে সিদ্ধার্থ মান্ডালার তৈরি এই জুতেো বাজারে এলে, মহিলাদের বিরুদ্ধে অপরাধ অনেকটাই কমানো যাবে বলে মনে করছেন অনেকেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.