সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টমেটো (Tomato) কিনতে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্তের। প্রায় গোটা দেশে চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো। কোথাও কোথাও কেজি প্রতি দেড়শো থেকে আড়াইশো টাকা অবধি। এই পরিস্থিতিতে আমজনতাকে স্বস্তি দিতে উদ্যোগী হল কেন্দ্রের উপভোক্তা বিষয়ক বিভাগ। তারা জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন এবং জাতীয় সমবায় উপভোক্তা ফেডারেশনকে নির্দেশ দিয়েছে, কৃষকদের থেকে সরাসরি টমেটো সংগ্রহ করে দেশের যে এলাকায় বেশি দামে টমেটো বিক্রি হচ্ছে, সেখানে তা বিক্রি ব্যবস্থা করতে। বাজারে জোগান বাড়লেই কমবে টমেটোর দাম, মত মোদি সরকারের।
গোটা দেশেই টমেটো চাষ হলেও বেশ কয়েকটি রাজ্যে উল্লেখযোগ্য হারে টমোটোর ফলন হয়ে থাকে। তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র। ওই তিন রাজ্য থেকে টমেটো সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক বিভাগ। সূত্রের খবর, আগামী শুক্রবারের থেকেই দিল্লি-এনসিআরে টমেটো বিক্রি করবে মোদি সরকার। ইতিমধ্যে টমোটোর মূল্যবৃদ্ধি অনুযায়ী একটি তালিকাও তৈরি করা হয়েছে কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের তরফে, ওই এলাকাগুলিতে টমেটো বিক্রি করবে তারা।
যদিও ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই টমেটো উৎপাদিত হয়, তথাপি দেশের প্রায় ৬০ শতাংশ টমেটো উৎপাদন হয় মূলত দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রাজ্যগুলিতে। সেখানকার উদ্বৃত্ত পণ্য ভারতের অন্যান্য অংশে সরবরাহ নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে টমেটো উৎপাদনের মরশুম এক নয়। দাম বাড়ার কারণ পণ্য পরিবহণে ফসলের ক্ষতি এবং চরম জলবায়ু। বর্তমানে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধপ্রদেশ থেকে টমেটো আসছে। দিল্লি এবং আশপাশের এলাকায় যে টমেটো মিলছে তা হিমাচল প্রদেশ এব কর্ণাটকের উৎপাদন।
প্রসঙ্গত, বর্ষার শুরুতেই সবজির দাম বেড়ে চলেছে। তার মধ্যেও টমেটো বিকোচ্ছে সোনার দামে। খুচরো বাজারে টমেটোর দাম রয়েছে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা প্রতি কেজি। পাইকারি বাজারেও ৮০- ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে টমেটো। এরাজ্যের বিভন্ন বাজারে বর্তমানে টমেটোর দাম ১৪০-১৬০ টাকা কেজি। আসল এখন প্রশ্ন, কেন্দ্রের উদ্যোগে কতটা লাভবান হবে মধ্যবিত্ত?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.