Advertisement
Advertisement

কাল থেকে রেল কাউন্টারে চালু সোয়াইপ মেশিন

যে কোনও ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড সোয়াইপ করে রেলের টিকিট কাটা যাবে!

To Buy Rail Ticket From Tommorrow, Everybody Shall Use Their Debit Or Credit Card  
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 8:49 am
  • Updated:December 11, 2016 8:49 am  

স্টাফ রিপোর্টার: রেলের টিকিট কাটতে গেলে এবার সোয়াইপ মেশিনে কার্ড ঘষতে হবে৷ সোমবার থেকেই পূর্ব রেলের রিজার্ভেশন ও আনরিজার্ভ কাউন্টারগুলিতে এই ব্যবস্থা চালু হতে চলেছে৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দ্রনাথ মহপাত্র জানান, গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে প্রথমে চালু হবে, পরে অন্যত্রও চালু হয়ে যাবে৷ পাশাপাশি টাকার মাধ্যমেও টিকিট কেনার পদ্ধতি বজায় থাকছে৷ সোমবারই চালু না হলেও দক্ষিণ-পূর্ব রেলের কাউন্টারগুলিতেও এই ব্যবস্থা দিন কয়েকের মধ্যেই চালু হয়ে যাবে৷ তবে মেট্রো রেলে এই মুহূর্তে এই ব্যবস্থা চালু হওয়ার কোনও খবর নেই৷
রেল এই ব্যবস্থা চালুর জন্য এসবিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে তারা জানিয়েছে৷ এসবিআই-এর জনসংযোগ আধিকারিক মোহন মিত্র জানিয়েছেন, যে কোনও ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড সোয়াইপ করে রেলের টিকিট কাটা যাবে৷ সোমবার থেকে এই ব্যবস্থা চালু হওয়ার কথা বলা হলেও শনিবার পর্যন্ত কোনও কাউন্টারেই পৌঁছয়নি পিওএস মেশিন৷ ফলে তা ব্যবহারের নিয়ম জানেন না রেলের বুকিং ও রিজার্ভেশন ক্লার্করা৷ রবিবার পূর্ব রেলের সদর দফতরে এই মেশিন সম্পর্কে ওয়াকিবহাল একটি দল আসছে৷ তাঁরাই রেলকর্মীদের এই মেশিন চালানোর প্রশিক্ষণ দেবেন৷ মেশিন চালানোতে তেমন কোনও দক্ষতার প্রয়োজন নেই৷ একদিনেই তা সড়গড় হয়ে যাবে বলে রেলকর্তাদের ধারণা৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement