Advertisement
Advertisement

Breaking News

Delhi

যৌন নির্যাতনের ‘বদলা’, খাস রাজধানীতে যুবককে কুপিয়ে মারল তিন নাবালক

গ্রেপ্তার করা হয়েছে ৩ অভিযুক্তকে।

To Avenge Physical Exploitation 3 boy Stabbed Him To Death | Sangbad Pratidin

দিল্লিতে কুপিয়ে খুন যুবককে। ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:December 24, 2023 8:59 pm
  • Updated:December 24, 2023 9:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজধানী দিল্লিতে (Delhi) নৃশংস খুন। এবার ২৫ বছরের যুবককে ছুরি দিয়ে কুপিয়ে মারল তিন নাবালক। হত্যাকাণ্ডের পর প্রমাণে লোপাটে মৃতদেহে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তরা। রবিবার যুবকের আধপোড়া দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিন নাবালকের এক জনের উপর যৌন নির্যাতন চালাত মৃত যুবক। বদলা নিতেই তাঁকে খুন করে অভিযুক্তরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আজাদ। ২১ ডিসেম্বর রাতে পরিকল্পিতভাবে তাঁকে খুন করে নিজামুদ্দিন বসতি এলাকার বাসিন্দা তিন নাবালক। তাদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, হত্যার পর খুসরু পার্ক এলাকায় আধপোড়া দেয় ফেলে দেয় অভিযুক্তরা। জেরায় তারা জানিয়েছে, অভিযুক্তদের এক জনের উপর যৌন নির্যাতন চালিয়েছিল আজাদ। ওই অত্যাচারের বদলা নিতেই তিন জন মিলে তাঁকে হত্যা করেছে।

Advertisement

 

[আরও পড়ুন: টার্গেট ৫০ শতাংশ ভোট! লোকসভায় নতুন মুখে জোর বিজেপির]

এক পুলিশ আধিকারিক জানান, ২৩ তারিখ দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির চরিত্র ভালো ছিল না বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

[আরও পড়ুন: দেশে চোখ রাঙাচ্ছে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট! টিকা লাগবে কি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement