Advertisement
Advertisement

রাষ্ট্রসংঘের পর এবার ইউরোপে স্পিকারের সফরসঙ্গী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

সস্ত্রীক বিদেশ যাচ্ছেন উত্তর কলকাতার সাংসদ৷

TMC’s Sudip Banerjee in parliamentary delegation to Europe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2018 5:33 pm
  • Updated:June 8, 2018 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গত বছর রাষ্ট্রসংঘে ভাষণ দিয়েছিলেন তিনি৷ আর এবার ইউরোপ সফরে লোকসভা স্পিকারের সফরসঙ্গী হিসেবে ফের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই মনোনীত করলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বামীর সঙ্গে বিদেশ সফরে যাবেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও৷

[পুরুলিয়া কাণ্ডে জোর ধাক্কা বিজেপির, সিবিআই তদন্তের আরজি খারিজ সুপ্রিম কোর্টে]

Advertisement

চলতি গ্রীষ্মেই ইউরোপ সফরে যাচ্ছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন৷ সূত্রের খবর, জার্মানি, বেলারুস ও অস্ট্রিয়ায় যাবেন তিনি৷ লোকসভার স্পিকার যখন সরকারি সফরে বিদেশ যান, তখন তাঁর সফরসঙ্গী হন বিভিন্ন দলের সাংসদরা৷ এটাই রীতি৷ বিভিন্ন দলের কাছে সাংসদদের নাম চেয়ে পাঠানো হয়৷ তৃণমূলের তরফে যাচ্ছেন উত্তর কলকাতা সাংসদ ও লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর বিধায়ক পত্মী নয়না বন্দ্যোপাধ্যায়ও৷

এখন যাঁরা তৃণমূলের প্রথসারির নেতা, তাঁরা সকলেই একসময়ে কংগ্রেসে ছিলেন৷ ব্যতিক্রম নন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, তখন কংগ্রেস ছাড়েন সুদীপও৷ সেই থেকে তৃণমূলনেত্রীর সঙ্গেই রয়েছেন তিনি৷ ২০০৯ সালে প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি৷ গতবারও লোকসভা ভোটে জিতেছেন সুদীপ৷ লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতাও সুদীপ বন্দ্যোপাধ্যায়ই৷ রোজভ্যালি কাণ্ডে অবশ্য নাম জড়িয়েছিল শাসক দলের এই হেভিওয়েট নেতারও৷ বেশ কয়েক মাস জেলেও ছিলেন তিনি৷ কিন্তু, রাষ্ট্রসংঘের পর এবার স্পিকারের সঙ্গে সেই সুদীপকেই ইউরোপ সফরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের অন্দরের খবর, রোজভ্যালি কাণ্ডে জেল ঘাটলেও তৃণমূলে সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুত্ব যে কমেনি, তা এই সিদ্ধান্তেই স্পষ্ট হয়ে গেল৷

[অমিতের সাক্ষাতে মিলছে ফল, জোটে থাকারই ইঙ্গিত শিব সেনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement