Advertisement
Advertisement

ভাঙন অব্যাহত, বিজেপিতে যোগ দিলেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক অর্জুন সিং

কৈলাস-মুকুলের উপস্থিতিতে নয়াদিল্লিতে যোগদান করলেন তিনি৷

TMC's Arjun Singh joins BJP
Published by: Tanujit Das
  • Posted:March 14, 2019 1:21 pm
  • Updated:March 14, 2019 5:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান৷ বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেরুয়া শিবিরে যোগদান করলেন তিনি৷ উত্তরীয় পরিয়ে তাঁকে নতুন দলে স্বাগত জানালেন  বিজেপির এরাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷

[বিমানযাত্রীদের জন্য সুখবর, বোয়িং ম্যাক্স আতঙ্কের পরও বাড়ছে না ভাড়া]

Advertisement

জানা গিয়েছে, বুধবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের এই দাপুটে নেতা৷ মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই অর্জুন সিংয়ের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জোর গুঞ্জন উঠেছিল৷ ওইদিন রাতেই অনুগামীদের সঙ্গে বৈঠক করেন ভাটপাড়ার বিধায়ক। বারাকপুরে তৃণমূলের সংগঠন তৈরিতে তাঁর যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে, অনুগামীদের কাছে তা তুলে ধরেন অর্জুন সিং৷ দলের জন্য এত করেও, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে প্রার্থী না করায়, কর্মীদের সামনেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।

[দিল্লিতে পাকড়াও ভিন্দ্রানওয়ালের অনুগামী কুখ্যাত খলিস্তানি জঙ্গি]

তৃণমূল  সূত্রে খবর, বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে চরমে ওঠে দীনেশ-অর্জুন কোন্দল৷ জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং৷ দলের শীর্ষ নেতৃত্বের কাছে নিজের সেই ইচ্ছা প্রকাশও করেছিলেন তিনি৷ কিন্তু দলের সুপ্রিমো তাঁর এই ইচ্ছায় সায় দেননি৷ এবং কড়াভাবে জানিয়ে দিয়েছিলেন, দল যা ঠিক করে দেবে, সেটাই চূড়ান্ত হবে৷ তাই দল অর্জুন সিংকে প্রার্থী করা হয়নি৷ তৃণমূল নেতৃত্ব ওই কেন্দ্র থেকে ফের প্রার্থী করেছে বর্তমান সাংসদ দীনেশ ত্রিবেদীকেই৷ আর দলের এই সিদ্ধান্তেই নাকি বেজায় চটে যান অর্জুন সিং৷ আগে থেকেই তাঁর কাছে বিজেপিতে যাওয়ার প্রস্তাব ছিল৷ এবার সেটাই তিনি লুফে নিলেন৷ এবং সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরেই বিজেপিতে নাম লেখালেন  ভাটপাড়ার দোর্দন্ডপ্রতাপ নেতা অর্জুন সিং৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement