সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু বাংলা নয়, ত্রিপুরাতে আজ পালিত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সকাল থেকেই রাজ্যের ব্লকে ব্লকে ব্যস্ততা। একইরকম ভাবে অ্যাকটিভ সোশ্য়াল মিডিয়াও। আর সেই সৌজন্যেই টুইটার ট্রেন্ডিংয়ের শীর্ষে পৌঁছে গেল #TMCPFoundationDay। তিন লক্ষের বেশি টুইট নিয়ে আপাতত চর্চায় এক নম্বরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। একইসঙ্গে ট্রেন্ডিংয়ে রয়েছে Didi হ্যাশট্যাগটিও।
এদিন তৃণমূলের তরফে পোস্ট করে জানানো হয়, সকাল থেকে বেলা ১টার মধ্যেই ৩ লক্ষ টুইট হয়ে গিয়েছে। আজ বেলা ২টো নাগাদ ছাত্রদের উদ্দেশে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারচুয়ালি যে ভাষণ শোনা যাবে ত্রিপুরাতেও। তৃণমূল নেত্রী ছাত্রদের উদ্দেশে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বক্তৃতার সময়ই এদিন জুম কলের মাধ্যমে একটি প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থাও করা হচ্ছে এ বছরের কর্মসূচিতে। ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে সংগঠনের নেতাদের প্রশ্ন করতে পারেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের কর্মসূচিতে এযাবৎকালে এমনটা কখনওই ঘটেনি।
কোভিড পরিস্থিতির কারণে গত বছরও ভারচুয়াল মাধ্যমে পালিত হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এবারও একই পথে হেঁটেছে রাজ্যের শাসক দল। এদিন সকালেই টুইটারে ছাত্র-যুবদের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তরুণ তুর্কিদের অবদানের জন্য গর্ববোধ করছেন বলেও টুইটে উল্লেখ করেন তিনি। এদিকে, “ছাত্ররাই আমাদের গর্ব” বলে উল্লেখ করে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সংঘবদ্ধ অবস্থায় ছাত্রদের শক্তি গোটা দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে বলেই টুইটে লেখেন তিনি।
On #TMCPFoundationDay, I extend my best wishes to the vibrant members of our Chhatra Parishad. We are proud of your achievements & invaluable contributions to the party!
Today, I urge all students to join us in the fight against forces that try to break the spirit of Democracy.
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2021
এদিন ত্রিপুরার আগরতলা সার্কিট হাউসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)। দলীয় পতাকা উত্তোলন করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন ছাত্র নেত্রী সোলাঙ্কি সেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.