ছবি: প্রতীকী।
স্টাফ রিপোর্টার: তেইশে ত্রিপুরায় (Tripura) বিধানসভা নির্বাচন। তার আগেই গা ঘামাতে সে রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের লড়াইয়ে নামছে তৃণমূল কংগ্রেস। দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও কয়েক মাসের মধ্যেই সেই ভোট হতে পারে। উত্তর-পূর্বের রাজনীতিতে বড় পরিবর্তনের লক্ষ্যে পা বাড়িয়েছে তৃণমূল (TMC)।
একদিন আগেই অসমের প্রাক্তন মন্ত্রী রিপুন বোরা যোগ দিয়েছেন এ রাজ্যের শাসকদলে। সোমবার দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে জানানো হয় সে রাজ্যের নির্বাচনে তৃণমূলের অংশ নেওয়ার কথা। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেত্রী সুস্মিতা দেব এ প্রসঙ্গে বলেছেন, “উপনির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি। সেখানে বিজেপির ফ্যাসিস্ট শাসন চলছে। তার মধ্যেও আমাদের লড়াই, আন্দোলন চলছে। কৌশলী হয়েই আমাদের রণকৌশল সাজাতে হচ্ছে।”
ত্রিপুরার পুরভোটে (Tripura Civic Polls) ইতিমধ্যে লড়াইয়ে নেমে তৃণমূল ২৩ শতাংশ ভোট পেয়েছে। তৃণমূল যে হাল ছাড়বে না, তা জানিয়ে দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেই অনুযায়ীই নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে চারটি বিধানসভার উপনির্বাচনেও লড়াই হবে।
সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা–এই দুই বিজেপি বিধায়ক পদত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন। আরেক বিধায়ক আশিস দাসের বিধায়ক পদ খারিজ হয়েছে। সিপিএম বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হবে৷ বাকি কেন্দ্রগুলি হল আগরতলা, বরদৌলি এবং সুরমা। এই চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে।
অন্যদিকে, অসমেও ঢেলে দলকে সাজানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। রিপুন বোরাকে সে রাজ্যে দলের দায়িত্ব দেওয়া হতে পারে। ইতিমধ্যে সে রাজ্যের আরও জনা পঞ্চাশেক শীর্ষ স্থানীয় নেতার যোগাযোগ হয়েছে। তাঁরাও এক সপ্তাহের মধ্যে তৃণমূল যোগ দিতে পারেন বলে খবর। অসমে এর পরই দলীয় কার্যালয় খোলার কথা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.