সংবাদ প্রতিদিন ব্যুরো: এবার অশান্ত মণিপুরে (Manipur) ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠাচ্ছে তৃণমূল। আগামী ১৪ জুলাই উত্তর পূর্বের রাজ্যে যাচ্ছেন তৃণমূলের ৫ প্রতিনিধি । ঘাসফুল শিবিরের খোঁচা, গত তিনমাস ধরে জ্বলছে বিজেপিশাসিত মণিপুর। রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিতেই তৃণমূলের মমিপুর যাত্রা বলে জানানো হয়েছে। তবে রাজনৈতিক মহলের দাবি, পঞ্চায়েতে লাগাতার হিংসার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় আসছে বিজেপির চার সদস্যের দল। এরই পালটা এবার মণিপুরে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল।
৫ সদস্য থাকছেন তৃণমূলের প্রতিনিধি দলে। থাকছেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন এবং সুস্মিতা দেব। এদিন চার সদস্যের নাম ঘোষণা করে টুইটারে তণমূলের তরফে লেখা হয়, “ডবল ইঞ্জিন সরকারের রাজ্য মণিপুর জ্বলছে তিন মাস ধরে। কিন্তু বিজেপি সরকার সেদিকে ভ্রুক্ষেপই করেনি। তাই তৃণমূল প্রতিনিধি দল সেখানে পৌঁছে কিছুটা স্বস্তি দেবে মানুষকে।”
জাতি সংঘর্ষে দীর্ঘদিন ধরে উত্তপ্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর (Manipur)। লাগাতার সংঘর্ষে বাড়ছে প্রাণহানি। আতঙ্কিত জনতা রাজ্য ছেড়ে আশ্রয় নিচ্ছেন ভিন রাজ্য়ে। বিবদমান দলগুলির সঙ্গে আলোচনার টেবিলে বসে পরিস্থিতি সামাল দিতে সেখানে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), রয়েছেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে। এবার শান্তির বার্তা নিয়ে অশান্ত মণিপুরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেনন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু শেষপর্যন্ত অনুমতি মেলেনি। এবার সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁরা রাজ্যে ঘুরে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে মণিপুরে প্রতিনিধি দল পাঠানোর কথা জানাল তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, বিজেপির পদক্ষেপের পালটা হিসেবে দল পাঠাচ্ছে তৃণমূল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.