নন্দিতা রায়, নয়াদিল্লি: বকেয়া ইস্যুতে দীর্ঘদিন ধরে চলছে কেন্দ্র-রাজ্য সংঘাত। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পাওয়া না মিললে ধরনার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকেও তৃণমূলের অস্ত্র বকেয়া। এবার বাজেট অধিবেশনও উত্তাল হয়ে উঠতে চলেছে বকেয়া ইস্যুতে। তৃণমূলের স্পষ্ট দাবি, অবিলম্বে মেটাতে হবে একশো দিনের কাজের টাকা।
বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। যা দ্বিতীয় মোদি (Narendra Modi) সরকারের শেষ সংসদ অধিবেশন। তার আগে মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছিল সরকার। মোট ৩০ দলের ৪৫ জন নেতা ওই বৈঠকে যোগ দেন। সূত্রের খবর, সর্বদল বৈঠকে বিরোধীরা একাধিক ইস্যুতে সরব হন। সেখানেও বকেয়া নিয়ে সুর চড়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনে বাংলার বকেয়া নিয়ে স্পষ্ট বক্তব্য জানানো ও পাওয়া মেটানোর আর্জি জানান তিনি। অন্যথায় উত্তাল হতে পারে অধিবেশন, এমনটাই আশঙ্কা।
এদিন বৈঠক শেষে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বলেন, পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে বাধ্য করছে অবস্থান সত্যাগ্রহের জন্য। উনি বলেন, “আজকের বৈঠকে আমি বলেছি, আসন্ন বাজেট অধিবেশনে যেন নির্মলা সীতারমণ বাংলার বকেয়া নিয়ে একটা বক্তব্য রাখেন। সম্ভব হলে পাওনা মিটিয়ে দেন।” সুদীপবাবুর কথায়, এভাবে বাংলাকে অগ্রাহ্য করা উচিৎ হচ্ছে না। এতে গণতান্ত্রিক কাঠামো বিপর্যস্ত হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.