Advertisement
Advertisement

রাজ্যের ৩৪ শতাংশ আসনে ফল প্রকাশে সু্প্রিম স্থগিতাদেশ, কী প্রতিক্রিয়া বাম নেতাদের?

শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানালেন সূর্যকান্ত মিশ্রও।

CPM accepts HC order on WB Panchayat Polls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 10, 2018 8:12 pm
  • Updated:May 10, 2018 8:12 pm  

ক্ষিরোদ ভট্টাচার্য: নানা মুনির নানা মত! তৃণমূল-বিজেপিকে ঠেকাতে প্রয়োজনে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অবশ্য বয়কটের কথা বলেননি। বাম কর্মী-সমর্থকদের প্রতি বিমান বসুর দাওয়াই- “এই দুই দলের বদলে কোনও ভোটপাগলকে ভোট দিন, তবে তৃণমূল বা বিজেপিকে নয়।” আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৪ শতাংশ আসনে ফল প্রকাশ না করার সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে সিপিএম।

[নিরাপত্তা নিশ্চিত হলে ১৪ মে পঞ্চায়েত ভোটে বাধা নেই, রায় আদালতের]

Advertisement

পঞ্চায়েত ভোট নিয়ে বৃহষ্পতিবার প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’-এ তিনি বলেন, “কোনও বাম কর্মী-সমর্থক তৃণমূল বা বিজেপিকে ভোট দেবেন না। প্রয়োজনে কোনও ভোটপাগলকে ভোট দিন।” বামফ্রন্ট চেয়ার‌ম্যান বিমান বসু বলেছেন,“গ্রাম বাংলায় এমন অনেক মানুষ আছেন যাঁরা ভোট নিয়ে পাগল। কোনও দলের প্রার্থী নন। নির্দল হয়েই মনোনয়ন জমা দেন। তাঁদের ভোট দিন।” দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষপর্যন্ত ভোটের দিন ঘোষণা হওয়ায় সিপিএম-সহ বাম দলগুলি খানিকটা অপ্রস্তুত। তবে তাঁদের বক্তব্য, যে কোনওদিন ভোট হবে ধরে নিয়েই প্রচার চালানো হয়েছে।

[হাই কোর্টের ই-মনোনয়ন সংক্রান্ত রায়ে সুপ্রিম স্থগিতাদেশ, পরবর্তী শুনানি ৩ জুলাই]

উত্তর ২৪ পরগনার বারাসতে প্রচারে গিয়ে দলের এই অবস্থান আবারও স্পষ্ট করে দিয়েছেন সূর্যকান্ত মিশ্র। তাঁর কথায়,“ভোট যেদিনই হোক আমরা তৈরি।” একইসঙ্গে বলেছেন,“বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয়ী প্রার্থীদের ফল প্রকাশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা এই রায়কে স্বাগত জানাই। এদিন উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। একইসঙ্গে দেগঙ্গায় দলীয় প্রচারেও অংশ নেন সূর্যবাবু। সূর্যবাবু এদিনও দলীয় কর্মী-সমর্থকদের তৃণমূল-বিজেপি বাদে যে কোনও দল বা নির্দলকে ভোট দেওয়ার কথা বলেছেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement