Advertisement
Advertisement

তিনসুকিয়ায় তৃণমূলের প্রতিনিধি দল, সাক্ষাৎ নিহতদের পরিবারের সঙ্গে

প্রয়োজনে আর্থিক সাহায্যের আশ্বাস৷ 

TMC representative meet Family Of victim in Assam
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 4, 2018 10:34 am
  • Updated:November 4, 2018 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরসি-র সময়ে অসমে গিয়ে পুলিশি হেনস্তার মুখে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের৷ তাঁদের শিলচর বিমানবন্দরে আটকে রেখেছিল পুলিশ৷ পরেরদিন সকালের বিমানে পত্রপাঠ ফেরত পাঠিয়ে দেওয়া হয়৷ তবে এবার আর তেমনটা হল না৷ রবিবার সকালে নির্বিঘ্নেই অসমের তিনসুকিয়ায় পৌঁছলেন শাসকদলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, নাদিমূল হক, মমতাবালা ঠাকুর ও বিধায়ক মহুয়া মৈত্র৷ ঢোলায় নিহত পাঁচ বাঙালির পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের প্রতিনিধিরা৷ কথা বলেন এলাকার অন্য বাঙালি পরিবারগুলির সঙ্গেও৷ প্রয়োজনে তাঁদের আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন এ রাজ্যের শাসকদলের প্রতিনিধিরা৷

[ মধ্যপ্রদেশে বড় ধাক্কা বিজেপির, ভোটের মুখে কংগ্রেসে যোগ শিবরাজের শ্যালকের]

Advertisement

অসমের তিনসুকিয়া গণহত্যায় নিহতদের পাশে তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার তিনসুকিয়ার ঢোলা ব্রহ্মপুত্র নদের চরে দাঁড় করিয়ে গুলি করে খুন করা হয় ৫ জন বাঙালি যুবককে৷ শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়৷ তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদে পথে নামে শাসকদল তৃণমূল কংগ্রেস৷ শুক্রবার রাজ্যে ধিক্কার মিছিল বের করে তারা৷ ঘটনায় সিবিআই তদন্তই শুধু নয়, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের পদত্যাগের দাবিও তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ বাঙালি হত্যার বিরুদ্ধে আন্দোলনে বাম ও কংগ্রেসও৷ ‘কালা দিবসে’র ডাক দিয়েছে কংগ্রেসও৷ অসমে ২৪ ঘণ্টা বনধও পালিত হয়েছে৷ অসম ইস্যুতে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঠিক তখনই তিনসুকিয়ায় চার সদস্যের প্রতিনিধি দল পাঠাল তৃণমূল কংগ্রেস৷

রবিবার সকালে তিনসুকিয়ার ঢোলায় যান সাংসদ ডেরেক ও’ব্রায়েন, নাদিমূল হক, মমতাবালা ঠাকুর ও বিধায়ক মহুয়া মৈত্র৷ নিহত ৫ বাঙালি যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা৷ পড়শি রাজ্যের জনপ্রতিনিধিদের সামনে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিজনেরা৷

তবে শুধু তাঁদের সঙ্গে নয়, অসমের অন্য বাঙালি পরিবারের সঙ্গেও দেখা করেন তৃণমূল সাংসদ ও বিধায়করা৷ কারণ তিনসুকিয়া গণহত্যার পর আতঙ্কে অসমের বাঙালিরা৷ সকলেরই আশঙ্কা, যেকোনও সময়ে একই পরিণতি হতে পারে তাঁদের৷ জানা গিয়েছে, প্রয়োজনে অসমের বাঙালিদের প্রয়োজনে আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ রবিবার দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে দলের চার সদস্যের প্রতিনিধি দলের৷ এদিকে কোকড়াঝোড়ে উসকানিমূলক মন্তব্যের জন্য বাঙালি সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ 

[ আঁটসাঁট নিরাপত্তায় সোমবার খুলছে সবরীমালা মন্দিরের দরজা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement