নন্দিতা রায়, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচ নিয়ে কুরুচিকর আক্রমণের প্রতিবাদ। বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদে শামিল মহিলা সাংসদদের। ছিলেন মহুয়া মৈত্র, মালা রায়, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, মৌসম বেনজির নূর। এছাড়া, এদিন হাজরা মোড়েও বিক্ষোভ কর্মসূচি পালন করবে ঘাসফুল শিবির। এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভাও। তৃণমূলের তরফে গিরিরাজ সিংকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানানো হয়। অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও জানায় ঘাসফুল শিবির। যদিও তৃণমূলের দাবি নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ বিজেপি।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ওইদিন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। বলিউড শিল্পীদের সঙ্গে থিম সংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেন। তা নিয়েই বুধবার ‘বেলাগাম-কুরুচিকর’ আক্রমণ করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে। সংসদভবন চত্বরে দাঁড়িয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, “গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন। মুখ্যমন্ত্রী উৎসব করছেন, ঠুমকা লাগাচ্ছেন, এটা উচিত নয়। ফেস্টিভ্যালে ঠুমকা লাগানো কতটা জরুরি?” যদিও দেশজুড়ে প্রবল বিতর্কের জেরে চাপে পড়ে রাতে গিরিরাজ ডিগবাজি খেয়ে বলেন, ‘‘আমি ঠুমকা বলিনি।’’ অবশ্য তাঁর আগের যে বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এখনও ‘ঠুমকা’ শব্দটি রয়েছে।
একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে একজন কেন্দ্রীয় মন্ত্রীর তরফে এমন কুৎসিত মন্তব্য করা যায় কি না, তা নিয়েও দেশজুড়ে প্রবল বিতর্ক তৈরি হয়। পালটা আক্রমণে সোচ্চার হন তৃণমূলের মন্ত্রী ও সাংসদরা। যদিও পরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর পর খোদ মমতাকে নাচ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘‘আমি নাচ জানি না। আমি আদিবাসীদের সঙ্গে নাচি, ওঁদের সমর্থন করার জন্য। এখানে (চলচ্চিত্র উৎসবে) সে সব হয়নি।’’
এর পরেই তিনি হেসে বলেন, ‘‘অনিল কাপুরজি আমায় হাত ধরে টানলেন। আমরা বলিউডকে সম্মান করি। এটা ছিল সম্মান প্রদর্শন। আর কিছু না।’’ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ প্রশ্ন তুলেছেন, বাংলার বর্তমান পরিস্থিতিতে কীভাবে চলচ্চিত্র উৎসব হচ্ছে? কীভাবে মুখ্যমন্ত্রী নাচছেন? জবাবে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কে? ছাড়ুন তো ওদের কথা!’’ তীব্র বিরক্তি প্রকাশ করে কার্শিয়াং চলে যান মমতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.