সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজ নিয়ে সংসদে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন তৃণমূল সাংসদ বাপি হালদার। তাঁর দাবি, গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী যেভাবে সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন সেটা স্বাধিকার ভঙ্গের শামিল।
বাপি হালদারের দাবি, ১০০ দিনের কাজ অর্থাৎ MGNREGS নিয়ে তিনি যে লিখিত প্রশ্ন করেছিলেন তাতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক মেনে নিয়েছিল ২০২১ সালের পর থেকে বাংলাকে MGNREGS-এ কোনও টাকা দেওয়া হয়নি। কিন্তু এ বিষয়ে সংসদে ভাষণ দেওয়ার সময় বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য দিয়েছেন চন্দ্রশেখর পেম্মাসানি। শুধু বাংলাকে নিয়ে নয়, তামিলনাড়ুর মতো একাধিক রাজ্যকে নিয়ে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। যা স্বাধিকার ভঙ্গের শামিল। এ বিষয়ে ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন বাপি হালদার।
বস্তুত, ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে তৃণমূল কর্মীরা এই ইস্যুতে রাজধানী দিল্লিতেও অভিযান করেছেন। এমনকী এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। তা সত্ত্বেও রাজ্যের বকেয়া মেটায়নি কেন্দ্র।
উল্লেখ্য, এর আগে বিদেশমন্ত্রী এস জয়শংকরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছিল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার উপদলনেতা সাগরিকা ঘোষ বিদেশমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিতে চেয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে চিঠি দেন। সাগরিকার অভিযোগ ছিল, আমেরিকা থেকে অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে সংসদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বিদেশমন্ত্রী। যদিও সেটা গ্রহণ করেননি ধনকড়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.