Advertisement
Advertisement
PM Modi-Sougata Roy

ধনকড়কে নিয়ে মোদিকে নালিশ সৌগতর, ‘আপনি অবসর নিলে দেখব’, রসিকতা প্রধানমন্ত্রীর

মোদির মন্তব্যের নানা ব্যাখ্যা রাজনৈতিক মহলে।

TMC MP Saugata Roy approaches PM Modi against WB Guv, here is what the he said | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 1, 2022 4:59 pm
  • Updated:February 1, 2022 5:29 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রী। বাংলার রাজ্যপালের অপসারণের দাবিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নালিশ জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। মঙ্গলবার বাজেট পেশের আগে সংসদে উভয়ের মধ্যে সৌজন্য বিনিময় হয়। দু’জন দু’জনের খোঁজখবর নেন। এরপরই অভিযোগের সুরে সৌগত রায় তাঁকে জানান, রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) সরানো দরকার। তাঁর নানাবিধ কার্যকলাপের জেরে রাজ্য চালানো মুশকিল হয়ে পড়ছে। তা শুনে প্রধানমন্ত্রী মোদি তাঁর সঙ্গে রসিকতা করেন। মোদির জবাব, ”আগে আপনি অবসর নিন, তারপর দেখব।” উভয়ের এই কথোপকথনের পর রাজনৈতিক মহলের মত, মোদির এই জবাব থেকেই স্পষ্ট, এখনই রাজ্যের সাংবিধানিক প্রধানের পদ থেকে ধনকড়কে সরানোর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।

বাজেট পেশের দিন সংসদে শাসক-বিরোধী সকলেই সাধারণত হাজির থাকেন। মঙ্গলবার ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশের দিন সংসদ কক্ষে দেখা হয় প্রধানমন্ত্রী মোদি এবং তৃণমূল সাংসদ সৌগত রায়ের মধ্যে। তাঁরা পরস্পর সৌজন্য বিনিময় করেন। এরপরই রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়ে নালিশ করেন তিনি। বাজেটের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় বলেন, ”ওঁর সঙ্গে আমার দেখা হল, একটু কথা বললাম। আমি সরাসরি বললাম, এই রাজ্যপালকে সরানোর ব্যবস্থা করুন। তা না হলে ওঁর কার্যকলাপে রাজ্য চালানো মুশকিল হয়ে যাচ্ছে। উনি তখন একটু রসিকতা করেই বললেন, আপনি অবসর নিন, তারপর ভাবব। ভাবটা এমন যে আমি অবসর নিলে, হয়ত আমাকে ওই পদে বসানোর কথা ভাববেন।” 

Advertisement

[আরও পড়ুন: গরিবের কল্যাণেই ফোকাস, উজ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে এই বাজেট, প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে ওঠার পরপরই দিল্লির দরবারে ধনকড় প্রসঙ্গ তোলার পরিকল্পনা ছিল রাজ্যের শাসকদলের। আর দিল্লিতে বাজেট অধিবেশনের প্রথম দিনই সেই পদক্ষেপ করে তৃণমূল। অবিলম্বে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়কে (WB Governor Jagdeep Dhankhar) সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন রাষ্ট্রপতি। সোমবার বাজেট অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এমন দাবিই জানিয়েছিলেন লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Banerjee), যা এক কথায় নজিরবিহীন ঘটনা বলে মত রাজনৈতিক মহলের। 

[আরও পড়ুন: পেগাসাসের অস্তিত্ব মিলেছে মোবাইলে, সাইবার বিশেষজ্ঞদের রিপোর্টে অস্বস্তিতে কেন্দ্র]

সোমবার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President of India Ramnath Kovind)। বক্তব্যের শেষে উপস্থিত সকল সাংসদের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন তিনি। সেই সময় সামনের সারিতে বসেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ। সূত্রের খবর, সেই সময় রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে অপসারণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বিষয়টি নিয়ে সংসদে ‘স্বতন্ত্র প্রস্তাব’ও আনতে পারে তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement