Advertisement
Advertisement

Breaking News

Wayanad

বিপর্যস্ত কেরলের পাশে আছে বাংলা, ওয়ানড়ে গিয়ে মমতার বার্তা দিলেন ২ তৃণমূল সাংসদ

দুর্গত একাধিক পরিবারের সঙ্গে কথা বলেন সুস্মিতা দেব এবং সাকেত গোখলে।

TMC MP Saket Gokhale and Sushmita Dev visit Wayanad
Published by: Kishore Ghosh
  • Posted:August 3, 2024 5:30 pm
  • Updated:August 3, 2024 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কেরলের (Kerala) ওয়ানড়। সরকারি হিসেবে মৃত ১৭৭ হলেও বেসরকারি মতে ৩৫০ ডিঙিয়েছে মৃতের সংখ্যা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ওয়ানড় পৌঁছলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে। শনিবার ভূমিধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের সঙ্গে কথা বলার বিষয়টি এক্স হ্যান্ডেলে জানান দুই নেতা।

সোশাল মিডিয়ায় সাকেত এবং সুস্মিতার পোস্ট থেকে জানা যায়, ওয়েনড়ে ভূমিধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন তাঁরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মেপ্পাডিতেও যান দুই তৃণমূল সাংসদ। মেপ্পাডির মেডিক্যাল ক্যাম্প এবং স্থানীয় সরকারি হাসপাতালে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে আহতদের সঙ্গে দেখা করেন তাঁরা। কথা বলেন দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে।

Advertisement

সুস্মিতা দেব এক্স হ্যান্ডেলে লিখেছেন, ওয়ানড়ের ভয়ংকর বিপর্যয়ের সঙ্গে লড়ার জন্য বিশাল শক্তির প্রয়োজন। আমরা জেলাশাসকের সঙ্গে কথা বলেছি। আমাদের নেতার পাশে থাকার বার্তা দিয়েছি ভুক্তভোগীদের। সংক্ষিপ্ত পোস্টে সাকেত গোখলে জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুস্মিতা দেব এবং তিনি কেরলের ওয়ানড়ে পৌঁছে গিয়েছেন। লেখেন, “ওয়ানড় ট্র্যাজেডি বিধ্বংসী এবং হৃদয়বিদারক। আমরা এখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এবং তাদের জানাতে এসেছি যে আমরা এবং বাংলা তাঁদের পাশে আছে।”

 

প্রসঙ্গত, ১ আগস্ট X হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “মানবিক কারণে আমরা ২ সাংসদকে ওয়ানড়ে পাঠাচ্ছি। তাঁরা দুদিন থাকবেন। মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা।” বিপর্যয়ে নিহতদের পরিবার প্রতি শোকপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী। মমতার নির্দেশ মতো বিপর্যয়ের ওয়ানড়ে পৌঁছে গেলেন দুই তৃণমূল সাংসদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement