Advertisement
Advertisement

Breaking News

Kakoli Ghosh Dastidar

‘প্রাণ বাঁচাতে নয়, কুরসি বাঁচাতে ব্যস্ত মোদি সরকার’, রেল দুর্ঘটনা নিয়ে তোপ কাকলির

বর্তমানে যে 'কবচ' ব্যবস্থা রয়েছে তা কতটা কার্যকরী, সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদ।

TMC MP Kakoli Ghosh Dastidar attacks center over rail accidents
Published by: Subhajit Mandal
  • Posted:July 30, 2024 11:03 pm
  • Updated:July 31, 2024 9:46 am  

নন্দিতা রায়, নয়াদিল্লি: মোদি সরকার কুরসি বাঁচাতে ব্যস্ত, মানুষের প্রাণ বাঁচানেরা দিকে নজর নেই। এভাবেই পর পর রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দুর্ঘটনার জন্য সরাসরি মোদি সরকারকে দায়ী করেছেন কাকলি (Kakoli Ghosh Dastidar)।

মঙ্গলবার, কেন্দ্রীয় বাজেটের (Union Budget) উপর দপ্তর ভিত্তিক আলোচনার রেলের উপর বলার সময়েই দুর্ঘটনায় বিগত কয়েক মাসে যে বহু সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন, সেজন্য কেন্দ্র সরকারই দায়ী বলে দাবি করেন কাকলি। তিনি বলেছেন, “ট্রেনে করে কোথায় যাওয়ার সময় মানুষ মাঝ রাস্তায় মারা গেলে এটা সরকারের দোষেই। রেলের ট্র্যাকের অবস্থা ভালো নয়। সরকারের সেদিকে কোনো নজর নেই। সে বিষয়ে কেন্দ্র উদাসীন।”

Advertisement

[আরও পড়ুন: সাসপেন্ড করেছিল স্কুল, রাগে মাস্ক পরে ক্লাসে ঢুকে সহপাঠী ও শিক্ষককে কোপাল পড়ুয়া!

তৃণমূল (TMC) সাংসদের অভিযোগ, “বিজেপি (BJP) শুধু রাজনৈতিক তোষণেই ব্যস্ত। কুরসি বাঁচানে মে জাদা, জান বাঁচানে মে কম শওকিন হ্যায়।” তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলেন তা স্মরণ করিয়ে দিয়ে বর্তমানে যে ‘কবচ’ ব্যবস্থা রয়েছে তা কতটা কার্যকরী, সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদ।

[আরও পড়ুন: কেজরির মুক্তির দাবিতে ইন্ডিয়া জোটের সভা, বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে শরিক নেতৃত্বের]

প্রতিনিয়ত যে রেল দুর্ঘটনা ঘটছে তা কীভাবে বন্ধ হবে, সেই প্রশ্ন তুলে কেন্দ্রীয় বাজেটে বক্তৃতায় অর্থমন্ত্রী রেলের কথা একবারও উল্লেখই করেননি বলেও কটাক্ষ করেন কাকলি। রেলের ট্র্যাক, ফিশপ্লেট নিয়মিত পরীক্ষা হয় কিনা, রেলের প্রশিক্ষণ ঠিকমত হয় কিনা জানতেও চেয়েছেন কাকলি। মমতার চালু করা ‘ইজ্জত’ টিকিটের প্রসঙ্গও বক্তব্যে তুলেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement