সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের (Parliament) বাদল অধিবেশন। তার আগে সাংসদদের জন্য এমন একগুচ্ছ শব্দতালিকা প্রকাশ করা হল লোকসভা সচিবালয়ের তরফে, সংসদে যার প্রয়োগ এবার থেকে নিষিদ্ধ। বুধবার এমনই ‘অসংসদীয়’ শব্দের একটি তালিকা সর্বসমক্ষে আনা হয়েছে, নিয়ম অনুযায়ী সাংসদরা যা লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন চলাকালীন উচ্চারণ করতে পারবেন না। কোন কোন শব্দ এবং শব্দবন্ধ রয়েছে অসংসদীয় তালিকায়?
তালিকায় রয়েছে ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’র মতো শব্দ। তাছাড়াও সংসদের অধিবেশনে ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’ , ‘তানাশাহি’, ‘দাঙ্গা’, ‘দালাল’, ‘দাদাগিরি’, ‘খুন সে ক্ষেতি’, ‘দোহরা চরিত্র’, ‘জুমলাবাজি’, ‘কোভিড স্প্রেডার’, ‘স্নুপগেট’ প্রভৃতি শব্দের প্রয়োগও নিষিদ্ধ করা হয়েছে। বেশ কিছু ইংরেজি শব্দের প্রয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেমন ‘Bloodshed’, ‘Chelas’, ‘Chamcha’, ‘Chamchagiri’, ‘Crocodile Tears’ প্রভৃতি। হিন্দির তালিকায় রয়েছে ‘গদ্দার’, ‘গিরগিট’, ‘কালা দিন’, ‘কালা বাজারি’, ‘নিকম্মা’, ‘নৌটঙ্কি’, ‘ঢিণ্ডোরা পিটনা’, ‘বেহরি সরকার’ প্রভৃতি।
তাৎপর্যপূর্ণভাবে, সংসদে নিষিদ্ধ শব্দের তালিকায় যে সমস্ত শব্দ এবং শব্দবন্ধ রয়েছে, তার মধ্যে বেশিরভাগই ইতিপূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরোধে ব্যবহার করেছেন বিরোধীরা। অনুমান, সেকারণেই সাংসদদের মুখে ‘লাগাম পরাতে’ সক্রিয় হল মোদি সরকার।
এভাবে সাংসদদের মুখে ‘লাগাম পরানো’ নিয়ে সরব হয়েছে তৃণমূল (TMC)। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien ) বলেন, ‘মৌলিক’ শব্দ আমি ব্যবহার করব। আমাকে সাসপেন্ড করুন। গণতন্ত্রের জন্য লড়াই করব। এই বিষয়ে এদিন টুইট করেন ডেরেক। লেখেন, “ক’দিনর মধ্যে সংসদের অধিবেশন শুরু হবে। সাংসদদের উপরে হাস্যকর নির্দেশিকা জারি হয়েছে। আমরা এখন থেকে সংসদে নিজেদের বক্তব্যে পেশ করার সময় ‘মৌলিক’ শব্দগুলিই ব্যবহার করতে পারব না। যেমন, লজ্জাজনক. অপব্যবহার, বিশ্বাসঘাতকতা, দুর্নীতিগ্রস্ত, কপটতা, অযোগ্য। আমি এই শব্দগুলি ব্যবহার করব। সাসপেন্ড করুন। গণতন্ত্রের জন্য লড়ব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.