সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে দাঁড়িয়েই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায় “যে যা পারে করে নিক। ইডি-সিবিআই যাকে খুশি পিছনে লেলিয়ে দিক। ধমকে চমকে তৃণমূলকে আটকানোর চেষ্টা করুক। আমি বলে যাচ্ছি, কেউ কিচ্ছু করতে পারবে না। কংগ্রেসের মতো মাথা নত করব না। ২০২৪-এ বিজেপিকে সরাবই। “
টানা ন’ঘণ্টা তৃণমূল সাংসদকে জেরা করে ইডি (ED)। সূত্রের খবর, দফায়-দফায় একাধিক তদন্তকারী দল তাঁকে জেরা করে। দুপুরে তদন্তকারী সংস্থার তরফ থেকে মধ্যাহ্নভোজের খাবার দেওয়া হলেও তিনি নিজের আনা খাবার খান। এর পরেও চলে জেরা। শেষে রাত ৯টা নাগাদ দপ্তর থেকে বের হন তিনি। তার পরেও তাঁর চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তাঁর চ্যালেঞ্জ, “বিজেপিকে (BJP) হারাবই আমরা।”
অভিষেকের কথায়, “যা জানতে চাওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়েছি। ভিতরে কী কথা হয়েছে সেটা তো বলতে পারব না। বারবার বলছি, আমার বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনুন। রাজনৈতিকভাবে রাজনীতির লড়াই করুন। ” এর পরই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, “বাংলায় লড়াই করতে গিয়ে দেখেছেন ওদের কী অবস্থা হয়েছে। অমিত শাহ বলেছিলেন ২০০-র বেশি আসন পাবেন। কিন্তু ৭০-এই ওঁদের গাড়ি আটকে যায়। আমি বলছি, আরও ২৫ জন বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা নিচ্ছি না। বলেছি, ইস্তফা দিয়ে নিজের ক্ষমতায় জিতে এখানে আসুন।”
দেশ থেকে বিজেপিকে উৎখাতের চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক আরও বললেন, “যে যে রাজ্যে বিজেপি আছে সেখানে সেখানে যাব। আমরাই বিজেপিকে হারাব।” তাঁর কথায়, “যে যা পারে করে নিক। ইডি-সিবিআই যাকে খুশি পিছনে লেলিয়ে দিক। ধমকে চমকে তৃণমূলকে আটকানোর চেষ্টা করুক। আমি বলে যাচ্ছি কেউ কিচ্ছু করতে পারবে না।” এর পরই নাম না করে শুভেন্দু অধিকারীকে বেঁধেন তিনি। বলেন, “প্রকাশ্যে যাঁদের টাকা নিয়ে দেখা গিয়েছে, তাঁদের নিয়ে কেন্দ্রীয় সংস্থা চুপ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.