Advertisement
Advertisement
Idris Ali

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো অবস্থা হবে মোদির, কটাক্ষ তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির

শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে না ডাকায় ক্ষুব্ধ তৃণমূল সাংসদ।

TMC MLA says, PM Modi will face same fate as Sri Lankan President | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 10, 2022 5:11 pm
  • Updated:July 10, 2022 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকার বিরোধী বিক্ষোভকারীদের হামলায় রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার (Sri Lanka) রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। কিছুদিন পর এই রাজাপক্ষের মতোই অবস্থা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রবিবার বললেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali)।

সোমবার শিয়ালদহ মেট্রো (Sealdah Metro) স্টেশনের উদ্বোধন। ওই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হয়নি প্রাথমিক ভাবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani)। এই ঘটনার পরেই গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে মোদির তুলনা টেনে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস। তিনি আরও বলেন, এই শিয়ালদহ মেট্রোর পরিকল্পক ছিলেন তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে উদ্বোধনে না ডাকা চূড়ান্ত অসৌজন্যের নমুনা। রাজ্য সরকারের কোনও প্রতিনিধিকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোও চরম অভদ্রতা।

Advertisement

[আরও পড়ুন: ‘শরণার্থী সমস্যা নেই, শ্রীলঙ্কার পাশেই আছে ভারত’, দ্বীপরাষ্ট্রের সংকটে দাবি জয়শংকরের]

যদিও শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন নিয়ে বিতর্কের মধ্যে শেষ মুহূর্তে প্রলেপ দিতে আসরে নেমেছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway) কর্তৃপক্ষ। জানানো হয়েছে, সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবারই তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হবে। যদিও সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে কারণে শনিবার মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেন, জেনেশুনে মুখ্যমন্ত্রীর কলকাতায় অনুপস্থিতির সময় মেট্রো প্রকল্প উদ্বোধন করছে কেন্দ্র।

[আরও পড়ুন: কানোয়ার যাত্রার পথে প্রকাশ্যে মাংস বিক্রি নিষিদ্ধ উত্তরপ্রদেশে, নির্দেশ জারি যোগীর]

তবে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম, শিয়ালদহ এলাকার স্থানীয় হিসেবে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল, মন্ত্রী অরূপ রায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ শাসক শিবিরের বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে নতুন করে। এছাড়াও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও। অসৌজন্যের রাজনীতি বিতর্ককে ধামাচাপা দিতেই যেন এই পদক্ষেপ রেলের। শেষ মুহূর্তের ডাকে মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের প্রতিনিধিরা সাড়া দেন কিনা সেটাই এখন দেখার। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement