Advertisement
Advertisement

Breaking News

Abhijit Gangopadhyay

রাজনীতিবিহীন বিচার ব্যবস্থার দাবি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সুদীপ রাহা

তৃণমূলের তরফে বারবার উষ্মাপ্রকাশ করা হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।

TMC leader Sudip Raha moves to Supreme Court against Justice Ganguly | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 8, 2024 3:34 pm
  • Updated:January 8, 2024 3:40 pm

রুপায়ণ গঙ্গোপাধ্যায়: এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন তৃণমূলের ছাত্রনেতা সুদীপ রাহা। তাঁর অভিযোগ, বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর আসনকে কলুষিত করছেন। শীর্ষ আদালতের কাছে তৃণমূল নেতার আর্জি সংবিধানের ১২৪(৪) ধারা প্রয়োগ করা হোক।

নিজের মন্তব্যের কারণে বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২৩ সালে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিচারপতি আদৌ সাক্ষাৎকার দিতে পারেন কি না, সেই প্রশ্ন ওঠে। পাশাপাশি সেখানে তাঁর বলা একাধিক বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। এখানেই শেষ নয়, কখনও নাম করে কখনও নাম না করে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে শাসকদলের নেতাকে আক্রমণ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকী সন্দেশখালি ইস্যুতেও কোর্ট রুমে সরব হয়েছেন বিচারপতি। গুলি চালানোর কথা বলেছিলেন। ইঙ্গিতে বুঝিয়েছিলেন রাষ্ট্রপতি শাসন জারি প্রয়োজন। এসবের পাশাপাশি সুদীপের দাবি, মু্খ্যমন্ত্রীর লেখা কবিতাকে নিয়েও বিচারপতি বিদ্রুপ করেছেন। নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলার অভিযোগও করা হচ্ছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর, ধর্ষকদের ফিরতে হবে জেলেই]

এহেন একাধিক ইস্যু তুলে ধরে এদিন তৃণমূলের ছাত্র নেতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কবে কোথায় তৃণমূলকে নাম করে বা ইঙ্গিতে আক্রমণ করেছেন, কী বলেছেন, অভিযোগপত্রে বিস্তারিতভাবে তা তুলে ধরেছেন সুদীপ। তাঁর দাবি, পরিকল্পনামাফিক তৃণমূলকে আক্রমণ করছেন বিচারপতি। অন্য রাজনৈতিক দলের হয়ে সুর চড়াচ্ছেন। যা বিচারপতি হিসেবে কখনই কাম্য নয়। শীর্ষ আদালতের পদক্ষেপের অপেক্ষায় সুদীপ রাহা-সহ গোটা দল।

[আরও পড়ুন: দেশের অপমানে মালদ্বীপকে বয়কট! ‘অতিথি দেব ভব’ সংস্কৃতির পাঠ দিলেন ভারতীয় তারকারা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement