Advertisement
Advertisement

Breaking News

Pathaan

এবার সংসদে ‘পাঠান’ ঝড়! শাহরুখ-দীপিকাদের ‘সবচেয়ে বড় শুভেচ্ছাদূত’ বললেন ডেরেক

কোনও দল যেটা পারেনি, সেটাই করেছে 'পাঠান', বললেন ডেরেক ও'ব্রায়েন।

TMC leader Derek O'Brien praises 'Pathaan' in Rajya Sabha speech | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 9, 2023 10:05 am
  • Updated:February 9, 2023 10:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিস মাতানোর পর এবার সংসদেও ঝড় তুলল শাহরুখ খানের ‘পাঠান‘। রাজ্যসভায় দাঁড়িয়ে বলিউডের ব্লকবাস্টার ছবিটির ভুয়সী প্রশংসা করে গেলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। ছবির কলাকুশলী এবং পরিচালককেও প্রশংসায় ভরিয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা।

ডেরেক বলে দিলেন, শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোনরা সেই কাজটি করে ফেলেছেন, যেটা কোনও রাজনৈতিক দল করতে পারেনি। যেটা সংসদ করতে পারেনি। ভারতের সংহতিকে খুব সহজে একটি ছবির মাধ্যমে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে ‘পাঠান’। আসলে ‘পাঠান’ মুক্তির আগে এই ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। দীপিকা (Deepika Padukone) কেন গেরুয়া বিকিনি পরবেন? তা নিয়ে বিস্তর হইচই হয়েছে। এমনকী এই ছবি বয়কটের দাবিতে পথেও নেমেছে বহু হিন্দুত্ববাদী সংগঠন। কিন্তু পাঠানের সাফাল্য সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছে।

[আরও পড়ুন: শাহরুখ খানের জন্য বকা খেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! এজলাসে বসেই আক্ষেপ, ব্যাপারটা কী?]

সেকথাই ডেরেক ও’ব্রায়েনকে বলতে শোনা গেল সংসদে দাঁড়িয়ে। তিনি বললেন, “আমরা যেটা বাস্তবে করে দেখাতে পারিনি, বোঝাতে পারিনি, সেটা এই ছবিতে শাহরুখ খান, ডিম্পল কাপাডিয়া, জন আব্রাহাম করে দেখিয়ে দিয়েছেন। এরাই ভারতের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার।” পাঠানের (Pathaan) পরিচালক সিদ্ধার্থ আনন্দের ভুয়সী প্রশংসা করে তৃণমূল সাংসদ বললেন, পাঠানে এমন এক ভারতকে তুলে ধরা হয়েছে যার বৈচিত্র আরও প্রাণবন্ত এবং সংহতি আরও স্পষ্ট। খুব ভাল কাজ করেছেন সিদ্ধার্থ আনন্দ।

[আরও পড়ুন: তুরস্কের ভুমিকম্পে আটকে ১০ ভারতীয়, মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ২০০]

প্রসঙ্গত, বয়কট গ্যাংকে যোগ্য জবাব দিয়ে শাহরুখ খানের ‘পাঠান’ এখন বলিউডের অল-টাইম ব্লকবাস্টার। কিং খানের ছবিটি হাজার কোটি টাকা ব্যবসা করার দিকে এগোচ্ছে। ‘কেজিএফ- চ্যাপ্টার ২’-র রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে ‘পাঠান’। ‘পাঠান’-এর সামনে এখন শুধুই প্রভাসের ‘বাহুবলী’। বক্স অফিসের মতো এবার সংসদেও দেখা গেল পাঠান ঝড়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement