Advertisement
Advertisement
TMC leader Anubrata Mandal gets 14 days jail custody in cattle smuggling case

Anubrata Mandal: ‘শরীর ভাল নেই’, জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির পর বললেন অনুব্রত

আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।

TMC leader Anubrata Mandal gets 14 days jail custody in cattle smuggling case । Sangbad Pratidin

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:April 17, 2023 12:59 pm
  • Updated:April 17, 2023 1:30 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় ফের জেল হেফাজতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি। আগামী ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লিতে সিবিআইয়ের বিশেষ আদালত। অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও থাকতে হবে জেলে। আগামী ১ মে মামলার পরবর্তী শুনানি।  
সোমবার হুইল চেয়ারে বসে আদালতে পৌঁছন অনুব্রত মণ্ডল। তাঁর পরনে ছিল সাদা রংয়ের টি-শার্ট। জেল হেফাজতের মেয়াদবৃদ্ধির পর আদালত থেকে হতাশ মুখে বেরন তৃণমূল নেতা। তিনি জানান, “শরীর ভাল নেই”। এদিন বিচারককেও একই কথা জানান অনুব্রত আইনজীবী। জেল থেকে অনুব্রতর মেডিক্যাল  ফাইল আদালতে নিয়ে  আসার নির্দেশ দেন বিচারক।  

[আরও পড়ুন: কুন্তলের চিঠি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের]

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। গ্রেপ্তারির পরই আধিকারিকরা পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান। বিপুল সম্পত্তির উৎসের খোঁজে নামে ইডি। সেই অনুযায়ী তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর বর্তমানে অনুব্রতর ঠিকানা তিহাড় জেল। সেখানেই আরও ১৪ দিন থাকতে হবে তাঁকে।   

Advertisement

[আরও পড়ুন: ৬৬ ঘণ্টা পর উদ্ধার জীবনকৃষ্ণর দ্বিতীয় মোবাইল, পুকুরে এখনও জারি তল্লাশি]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement