Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘আমরা ছাড়া দেশে আর BJP বিরোধী শক্তি নেই’, নাম না করে কংগ্রেসকে খোঁচা অভিষেকের

বাংলায় হেরে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, মত অভিষেকের।

TMC leader Abhishek Banerjee slams Congress | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 22, 2021 5:54 pm
  • Updated:November 22, 2021 6:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরা থেকে ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কটাক্ষ, “আমি কোনও দলকে অপমান করতে চাই না। কিন্তু বৃক্ষ তোমার নাম কী, ফলেই পরিচয়। আমরা (তৃণমূল) না থাকলে দেশে কোনও বিরোধী শক্তি থাকত না।” তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের আগে অভিষেকের এই তোপ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন যৌথভাবে কংগ্রেস-সিপিএমকে আক্রমণ করেন অভিষেক। বলেন, “বিজেপিকে হারানোর ক্ষমতা নেই কংগ্রেসের (Congress)। ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি করার নয়। মাঠে নামতে হয়। ওরা তা করেনি। আমরা মাঠে নেমে লড়াই করছি। ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।” সায়নী ঘোষের গ্রেপ্তারি প্রসঙ্গে তিনি আরও বলেন, “সায়নীর গ্রেপ্তারির নিন্দা করেছে সিপিএম। ওদের স্বাগত জানাচ্ছি। কিন্তু খুশি হতাম রাস্তায় নেমে প্রতিবাদ করলে। লড়াইটা ভারচুয়াল নয়। মাঠে নেমে লড়াই করতে হয়। যেমন তৃণমূল করছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘পুলিশের পদক্ষেপ একদম ঠিক’, সায়নী ঘোষের গ্রেপ্তারিতে ত্রিপুরা সরকারের পাশে দিলীপ]

বাংলায় হেরে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। মত অভিষেকের। তাঁর কথায়, “বাংলায় হেরে বিজেপি মন্ত্রিসভা বদল করেছে। তিন রাজ্যের মুখ্যমন্ত্রী বদলেছে। এমনকী, সংগঠনেও রদবদল করেছে। বাংলায় হেরেই তো পেট্রল-ডিজেলের দাম কমাল। এখন কৃষিবিলও প্রত্যাহার করল।” তিনি আরও বলেন, “রাজ্যে রাজ্যে গিয়ে আমরাই প্রতিবাদ করছি। আমাদের কাছে বারবার ধাক্কা খাচ্ছে ওরা।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেছিলেন অভিষেক। বলেছিলেন, “কংগ্রেসের সঙ্গে সরাসরি আমাদের লড়াই নেই। সাত বছর ধরে কেন্দ্রে প্রধান বিরোধী দল কংগ্রেস। অথচ বিজেপিকে বারবার হারাচ্ছে তৃণমূল। ভয় দেখিয়ে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না।”  তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’তেও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে। এবার ফের একবার কংগ্রেসকে একহাত নিলেন অভিষেক।

[আরও পড়ুন: ‘২ জনকে মেরে এসেছি, আরও মারব’, ছুরি হাতে দম্পতির উপর হামলার পর হুমকি আততায়ীর]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement