Advertisement
Advertisement
Margaret Alva

বিরোধী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ শক্তি তৃণমূলকে পাশে চাই, ফের বার্তা উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভার

সিদ্ধান্ত নেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, জানালেন কুণাল ঘোষ।

TMC has time to reconsider decision not to participate in VP Poll: Margaret Alva | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 31, 2022 10:20 am
  • Updated:July 31, 2022 10:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন‌্য ‘বিরোধী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ শক্তি’ তৃণমূল কংগ্রেসকে ফের অনুরোধ করলেন বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva)। শনিবার একটি টুইটে প্রাক্তন কংগ্রেস নেত্রী আলভা লেখেন, ‘এই গুরুত্বপূর্ণ নির্বাচনে নিরপেক্ষ থাকা বিরোধীদের সাহায্য করবে না। এতে সুবিধা হবে শাসকদলেরই।’ আলভা তৃণমূলকে স্মরণ করিয়ে দেন, এখনও সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় রয়েছে। তৃণমূল সাংসদরা যাতে তাঁদের বিবেক অনুযায়ী ভোট দেন, নেতৃত্বকে সেই ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি। আলভা সেই টুইটে উল্লেখ করেছেন, তৃণমূল বিরোধী গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ শক্তি।

উল্লেখ‌্য, তৃণমূলের অভিযোগ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কোনও আলোচনা না করেই বিরোধী নেতৃত্ব উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে মার্গারেট আলভার নাম ঘোষণা করে দিয়েছে। এর প্রতিবাদে তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) দলের ভূমিকা কী হবে, সেই নিয়ে ২১ জুলাই নেত্রী সাংসদদের সঙ্গে বৈঠক করেন। তারপর, সাংবাদিক সম্মেলন করে দলের সিদ্ধান্ত জানিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Advertisement

[আরও পড়ুন: এবার নিশানায় সঞ্জয় রাউত, শিব সেনা সাংসদের বাড়িতে সিআরপিএফ নিয়ে হানা ইডির]

এদিন আলভার টুইট প্রসঙ্গে দলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, টুইটটি তাঁর এবং দলের নজরে এসেছে। যেহেতু এটি শীর্ষ নেতৃত্বের বিষয়, তাই তারা বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ব‌্যক্তি মার্গারেট আলভা সম্পর্কে তো কোনও বিষয় নয়, তৃণমূল (TMC) প্রার্থী ঘোষণার পদ্ধতিগত দিকটি নিয়ে আপত্তি জানিয়েছে। তাই দল ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ফলে শীর্ষ নেতৃত্বই এ ব‌্যাপারে সিদ্ধান্ত নেবে।

[আরও পড়ুন: ঝাড়খণ্ডের কং বিধায়কদের গাড়িতে উদ্ধার ৪৯ লক্ষ, সরকার ফেলতে টাকা দিয়েছে BJP, দাবি হাই কম্যান্ডের]

গত ২৩ জুলাইও তৃণমূলের সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছিলেন আলভা। টুইটারে তিনি জানিয়েছিলেন, ‘উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত হতাশাজনক।’ সংসদে উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ আগস্ট, শনিবার। ঘটনাচক্রে সে দিন দিল্লিতেই থাকবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement