Advertisement
Advertisement
Abhishek Banerjee

সাসপেন্ড হওয়া সাংসদদের পাশে অভিষেক, দিল্লি পৌঁছে বসলেন ধরনায়

সাসপেনশনের প্রতিবাদ আগেই করেছিলেন অভিষেক।

TMC General Secretary Abhishek Banerjee sat on dharna in Delhi to support suspended MPs | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 7, 2021 1:56 pm
  • Updated:December 7, 2021 3:02 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: সাংসদদের সাসপেনশনের বিরোধিতা করেছিলেন আগেই। সোশ্যাল মিডিয়ায় তুলোধোনা করেছিলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। জানিয়েছিলেন, সাসপেন্ড হওয়া সাংসদদের পাশে আছেন। এবার দিল্লি পৌঁছেই তাঁদের সঙ্গে ধরনায় বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  

সংসদে তৃণমূলের রণকৌশল কী হবে, কীভাবে বিজেপি (BJP) বিরোধিতার ঘুঁটি সাজাবে ঘাসফুল শিবির–সেই সব নিয়ে আলোচনা করতে মঙ্গলবারই দিল্লি পৌঁছেছেন অভিষেক। দিল্লি বিমানবন্দর থেকে সোজা ধরনাস্থলে পৌঁছে যান তিনি। গান্ধীমূর্তির পাদদেশে সাসপেন্ড হওয়া সাংসদদের সঙ্গে বসেন ধরনাতেও। দলীয় সূত্রে খবর, দলীয় সাংসদদের মনোবল বৃদ্ধি করতেই এদিন ধরনায় যোগ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ধরনাস্থলে ছিলেন শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, অপরূপা পোদ্দাররাও।

Advertisement

[আরও পড়ুন: শরীরে এই সমস্যাগুলি আছে? তাহলে ভুলেও কাজু খাবেন না]

 

বাদল অধিবেশনে সংসদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূলের শান্তা ছেত্রী, দোলা সেন-সহ মোট ১২ সাংসদ। সেই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে লাগাতার ধরনায় তৃণমূল সাংসদরা। দুই সাসপেন্ড সাংসদদের পাশাপাশি ধরনায় থাকছেন তৃণমূলের অন্যান্য সাংসদরাও।

Abhishek Banerjee
গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় সাংসদরা।

এবার সেই ধরনা কর্মসূচিতে যোগ দিলেন অভিষেকও। স্বাভাবিকভাবেই তাঁর এই যোগদান দলীয় সাংসদের মনোবল বৃদ্ধি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূলের দাবি, “সাংসদদের সাসপেনশনের তীব্র নিন্দা করছি। এভাবে বিজেপি আমাদের চুপ করাতে পারবে না।”

 

[আরও পড়ুন: শরীরে এই সমস্যাগুলি আছে? তাহলে ভুলেও কাজু খাবেন না]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement