Advertisement
Advertisement
TMC forms election review committee in Goa

TMC In Goa: ভোটের ফলাফল পর্যালোচনায় গোয়ায় কমিটি গঠন তৃণমূলের

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, প্রথমবার লড়াই করে তিন মাসে ৬ শতাংশ ভোট পেয়েছে ঘাসফুল শিবির।

TMC forms election review committee in Goa । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 13, 2022 9:20 pm
  • Updated:March 13, 2022 9:57 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলা, ত্রিপুরার পাশাপাশি এবার তৃণমূলের বিশেষ নজর ছিল গোয়ায়। নির্বাচনী প্রচারে যান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল তৃণমূল (TMC)। প্রথমবার লড়াই করে তিন মাসে ৬ শতাংশ ভোট পেয়েছে ঘাসফুল শিবির। ভোটের ফলপ্রকাশের পর নিজেই সেকথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার ভোটের ফলাফল পর্যালোচনায় গোয়ায় কমিটি গড়লেন তিনি। আগামী ২৬ মার্চ একটি সম্মেলনের কথাও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের তৈরি করা এই কমিটির প্রধান হরিয়ানার তৃণমূল নেতা অশোক তানওয়ার। এছাড়াও রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং গোয়ার-সহ পর্যবেক্ষক সৌরভ চক্রবর্তী। তবে ওই কমিটিতে নাম নেই মহুয়া মৈত্রের। আগামী ২৬ মার্চ গোয়ায় একটি সম্মেলন হবে। রবিবার দলীয় কর্মীদের উদ্দেশে একটি চিঠি লিখে সেকথা জানিয়েছেন তিনি। কাউকে মনোবল হারাতেও বারণ করেন অভিষেক। ওই সম্মেলনে বিধানসভা নির্বাচনের প্রার্থীরা অংশ নেবেন। এছাড়াও থাকবেন ওই কমিটির সদস্যরাও।

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেনে নিহত ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রাক্তন সাংবাদিক, জখম আরও এক সংবাদকর্মী]

সৈকত শহর গোয়ায় মোট আসন ৪০টি। তার মধ্যে মাত্র ১১টি আসন দখলে এসেছে কংগ্রেস ও জোটসঙ্গীদের। বিজেপি (BJP) ২০টি আসন পেয়েছে। তৃণমূল এবং এমজেপি (মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি) জোট ২টি আসনে জিতেছে। এমজেপির দুই জয়ী প্রার্থী বিজেপিকে সমর্থন করে গোয়ায় সরকার গড়তে সাহায্য করবেন বলে জানিয়েছেন।

এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংকল্প, আগামী ৫ বছর পড়ে থেকে গোয়ায় জোড়াফুল ফোটাবেন। ফলপ্রকাশের পর তিনি জানান, স্ট্র্যাটেজি যা নেওয়ার, সময়মতো পর্যালোচনা করে তা নেওয়া হবে। তিন মাসের মধ্যে হয়তো সকলের কাছে পৌঁছতে না পারলেও গোয়া ছেড়ে চলে যাবেন না তাঁরা। মানুষের জন্য কাজ করে যাবেন। আর সে কারণেই তৈরি হল কমিটি। সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত।

[আরও পড়ুন: যুদ্ধের আবহেও ছাড়েননি দেশ, মায়ের ওষুধ আনতে গিয়ে রুশ গোলায় ছিন্নভিন্ন তরুণী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement