Advertisement
Advertisement

Breaking News

PM Modi

ভোটপ্রচারে বায়ুসেনার চপার ব্যবহার মোদির! আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনে তৃণমূল

রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, ওই নির্বাচনী সভায় যেতে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করেছেন তিনি। যা আচরণবিধির নিয়ম বিরুদ্ধ।

TMC filed Complaint to ECI against PM Modi for violating code of conduct

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:March 18, 2024 1:55 pm
  • Updated:March 18, 2024 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটপ্রচারে বায়ুসেনার চপার ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নির্বাচনী আদর্শ আচরণবিধির পরিপন্থী। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে কমিশনকে চিঠি দিয়েছেন বাংলার শাসকদলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।

নিয়ম অনুযায়ী, বিধি লাগু হয়ে যাওয়ার পর প্রশাসনিক পদে থাকা কোনও ব্যক্তি নির্বাচনী প্রচারে সরকারি পরিবহণ, যন্ত্র বা নিরাপত্তারক্ষী ব্যবহার করতে পারবেন না। তবে রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, ওই নির্বাচনী সভায় যেতে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করেছেন তিনি। যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তৃণমূলের তরফে আরও বলা হয়েছে, ১৯৭৫ সালে একই অপরাধের জেরে শাস্তির মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে (Indira Gandhi)। তাহলে মোদি কেন শাস্তি পাবেন না?

Advertisement

[আরও পড়ুন: বিজেপির টিকিটে লড়বেন! লোকসভা নির্বাচনের আগে ইস্তফা তেলেঙ্গানার রাজ্যপালের]

মোদির বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ জানিয়ে এবিষয়ে এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale) লেখেন, “আদর্শ আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ জানানো হয়েছে। রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করেছেন তিনি। যা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ। দেখা যাক নির্বাচন কমিশন মোদির বিরুদ্ধে তদন্ত শুরু করে কোনও ব্যবস্থা নেয় কি না।” নির্বাচনী প্রচারে মোদির তরফে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহারের সেই ছবিও সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন তৃণমূল সাংসদ।

[আরও পড়ুন: ফের সুপ্রিম তোপে SBI, নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশে ডেডলাইন বাঁধল শীর্ষ আদালত]

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সময়ে অন্যান্য একাধিক বিষয়ের পাশাপাশি কমিশনের তরফে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছিল আদর্শ আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও। কমিশনের তরফে জানানো হয়, ‘নিয়ম ভাঙলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।’ সে প্রসঙ্গ তুলে ধরে তৃণমূলের তরফে বলা হয়েছে, বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহারে কমিশন কি মোডির বিরুদ্ধে ব্যবস্থা নেবে? পাশাপাশি তৃণমূলের আরও প্রশ্ন, বিজেপি যদি বায়ুসেনার হেলিকপ্টার ভাড়া নিয়ে থাকে তাহলে কেন তা নেওয়া হয়েছে? এর উত্তর কমিশন দিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement