Advertisement
Advertisement

নির্বাচনে তৃণমূল ঘনিষ্ঠ পুলিশকর্মীদের নিয়োগ নয়, কমিশনে নালিশ বিজেপির

‘তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না’, নির্বাচন কমিশনে অভিযোগ গেরুয়া শিবিরের৷

 ‘TMC doesn't believe in democracy’, BJP claims to EC
Published by: Tanujit Das
  • Posted:February 4, 2019 4:32 pm
  • Updated:February 4, 2019 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে একাধিক দাবি-দাওয়া ও অভিযোগ পেশ করল বিজেপি৷ তাঁদের তরফে দাবি করা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের ব্যবহার না করার৷ গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না৷ এ রাজ্যে বিরোধীদের কোনও মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না৷ রবিবার বালুরঘাটে যোগী আদিত্যনাথে চপার নামার অনুমতি দেওয়া হয়নি রাজ্য প্রশাসনের তরফে৷ ফলে পূর্ব ঘোষিত জনসভায় উপস্থিত থাকতে পারেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

[সিবিআই-পুলিশ সংঘাতে উত্তপ্ত লোকসভা, কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা]

Advertisement

কমিশনের দপ্তর থেকে বেরিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ৷ তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে৷ বিরোধীদের কোনও রকম রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না৷ বিজেপির একের পর এক কর্মসূচি বাতিল করছে প্রশাসন৷ জানান, শান্তিপূর্ণ লোকসভা নির্বাচনের দাবিতে সোমবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁরা৷ কমিশনের কাছে আপিল করেছেন যাতে তৃণমূল ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের কোনও ভাবেই নির্বাচনের কাজে ব্যবহার করা না হয়৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ ছাড়াও বিজেপির ওই প্রতিনিধি দলে ছিলেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি, ভূপেন্দ্র যাদব, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়-সহ অন্যান্যরা৷

[সুপ্রিম কোর্টে সিবিআই-রাজ্য পুলিশ সংঘাত মামলা, পিছোল শুনানি]

প্রসঙ্গত, রবিবার বেলা ১১টা নাগাদ বালুরঘাট স্টেশন সংলগ্ন মাঠে সভা করার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে বালুরঘাটে যাওয়ার কথা ছিল তাঁর। সে জন্য বালুরঘাট এয়ারপোর্ট এবং রেল ময়দানের সভাস্থলে দু’টি হেলিপ্যাডের তৈরির কথা ভাবা হয়৷ বিজেপির তরফে অভিযোগ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাডের অনুমতি দেয়নি প্রশাসন। বানচাল হয়ে যায় যোগী আদিত্যনাথের সভা। এই অভিযোগেই সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement