Advertisement
Advertisement

বিপর্যস্তদের পাশে দাঁড়াতে অসম যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে দেখার করার সম্ভাবনা।

TMC Delegation team visit Assam on Thrusday
Published by: Saroj Darbar
  • Posted:August 1, 2018 6:26 pm
  • Updated:August 1, 2018 6:26 pm  

মণিশংকর চৌধুরি, গুয়াহাটি: এনআরসি-র চূড়ান্ত খসড়া প্রকাশ হওয়ার পরই বিরোধিতায় সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন অসমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে তৃণমূলের প্রতিনিধি দল। সেইমতো আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার অসমে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধার। দলে থাকছেন ফিরহাদ হাকিম, সুখেন্দুশেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, রত্না দে নাগ, নাজিমুল হক, অর্পিতা ঘোষ প্রমুখ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক বিষিয়ে দেবে এনআরসি, উদ্বেগ মমতার ]

Advertisement

জানা যাচ্ছে, নাগরিকপঞ্জিতে যাঁদের নাম নেই তাঁদের সঙ্গে দেখা করে অসমের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবে তৃণমূলের প্রতিনিধিরা। সেই সঙ্গে কথা বলবেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গেও। বৃহস্পতিবারই তাই সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে ফিরহাদ হাকিমদের দেখা হওয়ার কথা তাঁদের। যাঁরা ইতিমধ্যেই নাগরিকত্ব হারিয়েছেন তাঁদের যাতে হেনস্তার মুখে পড়তে না হয় সে ব্যাপারেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন তাঁরা। গোড়া থেকেই এনআরসি-র বিরোধিতা করছে তৃণমূল। এই সফরের পরেই দলের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলেও খবর।

এদিকে তৃণমূলের অসমে আসা নিয়ে গোটা রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহিরাগত রাজনৈতিক দলের পা রাখায় খুশি নয় একাধিক সংগঠন। যেমন ‘অল অসম স্টুডেন্টস ইউনিউন’ এর বিরোধিতাই করছে। ইউনিয়নের শীর্ষ নেতা সমুজ্জ্বল ভট্টাচার্যের মত, অবৈধ বাংলাদেশি চিহ্নিতকরণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। একাধিক সংগঠনই এ ব্যাপারে অসন্তুষ্ট। সেই নিরিখে হয়তো খানিকটা প্রতিরোধের মুখেও পড়তে হতে পারে তৃণমূলের প্রতিনিধি দলকে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে লক্ষ্মীমপুর থানায় ইতিমধ্যেই প্ররোচনামূলক মন্তব্যের জন্য এফআইআর দায়ের হয়েছে। সংগঠনের অভিযোগ, অসমের এনআরসি ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা। তাই অসমকে উত্তপ্ত করার চেষ্টা করছেন।

[  বাঙালিদের বিশ্বাসে ছুরি মেরেছেন মোদি, বিস্ফোরক ছাত্র ফেডারেশনের নেতা ]

এদিকে দ্বিমুখী নীতি নিয়ে অসমে ক্রমশ জমি হারাচ্ছে কংগ্রেস। দিল্লিতে এনআরসি-র বিরোধিতা করছেন সুস্মিতা দেবের মতো নেত্রীরা। তাতে মনে হচ্ছে, বাংলাদেশিদের পাশেই আছে কংগ্রেস। আবার তরুণ গগৈর মতো কংগ্রেস নেতা এনআরসি-র কৃতিত্ব দাবি করছেন পরোক্ষে। ফলে কংগ্রেসের অবস্থান ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অসমের ভূমিপুত্রদের মত, ‘অসম অ্যাকর্ড’ এতদিনে মান্যতা পেয়েছে তাতে তাঁরা খুশি। অন্যদিকে অসমের বুদ্ধিজীবীদের মত, অসম শান্তই আছে। যত অশান্তি সংসদে। সব মিলিয়ে বৃহস্পতিবার অসমে তৃণমূলের পা রাখা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়ে গিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement