ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলায় মাটি শক্ত করার পরই ত্রিপুরায় (Tripura) সংগঠন তৈরি করতে ঝাঁপিয়েছে তৃণমূল। সে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে বাড়তে থাকা ক্ষোভকে হাতিয়ার করেছে ঘাসফুল শিবির। ঝাঁকে ঝাঁকে বিজেপি-সিপিএম কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। এমন পরিস্থিতিতে সে রাজ্যের স্টিয়ারিং কমিটি গড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হল যুব তৃণমূলের রাজ্য কমিটিও।
তাৎপর্যপূর্ণভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন আশিস দাস। অথচ তাঁকে কমিটিতে রাখা হয়নি। তাঁর হাতে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে সে রাজ্যে দলের দীর্ঘদিনের কাণ্ডারি আশিসলাল সিংয়ের বদলে কমিটির আহ্বায়ক হলেন কংগ্রেস ছেড়ে আসা সুবল ভৌমিক।
বুধবার অর্থাৎ মহালয়ার দিন তৃণমূলের তরফে ত্রিপুরার রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হল। রয়েছেন ১৯ সদস্য। স্টিয়ারিং কমিটির মাথায় রয়েছেন সুবল ভৌমিক। রাজ্য আহ্বায়কের পদে রয়েছেন তিনি। এছাড়াও কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, প্রকাশচন্দ্র দাস, আশিসলাল সিং, কৃষ্ণধন দাস, ড. দেবব্রত দেব রায়, আবদুল বাসিত খান, ত্রিদিব দত্ত, শম্পা দাস, কল্পমোহন ত্রিপুরা, মামন খান, নীলকান্ত সিনহা, শর্মিষ্ঠা দেব সরকার, রবি চৌধুরী, শিবানি সেনগুপ্ত. ইদ্রিস মিঞা, অঞ্জন চক্রবর্তী, অনিতা দাস, মলিন জামাতিয়া।
এদিকে ত্রিপুরার যুব কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। মাথায় রয়েছেন বাপ্তু চক্রবর্তী। কমিটিতে রয়েছেন ১১ জন সদস্য। এছাড়া রয়েছেন রাকেশ দাস, শান্তনু সাহা, জাকির হোসেন, উত্তম কালুই, মৃণালকান্তি দেবনাথ, সুমন দে, সানি পাল. সোলাঙ্কি সেনগুপ্ত, দ্বীপান্বিতা চক্রবর্তী এবং অমিত দেববর্মা।
এমনিতেই ত্রিপুরায় সংগঠন শক্তিশালী করার পথে স্থির লক্ষ্যে এগোচ্ছে এ রাজ্যের শাসকদল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে একটি টিম তৈরি হয়েছে এর দায়িত্বে। দলের ছাত্রনেতারা সেখানকার মাটি কামড়ে পড়ে রয়েছে। আর স্বভাবতই বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূলের শক্তি বিস্তারে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিষেকের মিছিলে পুলিশের অনুমতি মেলেনি বারবার। তবে সুরমার বিজেপি বিধায়ক কিন্তু একটু বেসুরো হচ্ছিলেন আগে থেকেই। একদিকে তিনি ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন তো সে রাজ্যে কমিটিও গড়ে ফেলল তৃণমূল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.