প্রণব সরকার, আগরতলা: ত্রিপুরা বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা পেল তৃণমূল কংগ্রেস৷ সুদীপ রায়বর্মনের নেতৃত্বে কংগ্রেসের ছয় পদত্যাগী বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরই তাঁদের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছিল কংগ্রেস৷ এই মর্মে স্পিকার রমেন্দ্রচন্দ্র দেবনাথের কাছে চিঠিও দিয়েছিল কংগ্রেস৷
সোমবার স্পিকার সেই দাবি খারিজ করে দেন৷ জানান, সদ্য তৃণমূলে যোগ দেওয়া ওই ছয় বিধায়কের বিধায়ক পদ বহাল থাকবে৷ ফলে তৃণমূল কংগ্রেসই এখন ত্রিপুরা বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা পেল৷ যদিও দশটি আসন না থাকায় তৃণমূলের কেউ বিরোধী দলনেতা হিসাবে সরকারি স্বীকৃতি পাচ্ছেন না৷ মোট ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় বামেদের দখলে রয়েছে ৫০টি আসন৷ বিরোধীদের দখলে যে ১০টি আসন রয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ছ’টি এবং কংগ্রেসের ৩টি আসন৷ ‘বিরোধী’ জিতেন সরকার সদ্য কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগ দিয়েছেন৷
অন্যদিকে, রবিবার সরকারের মুখ্য সচেতক সমীর দেব সরকার প্রয়াত হয়েছেন৷ বিধায়ক সুদীপ রায়বর্মন জানিয়েছেন, এটা হওয়ারই ছিল৷ কংগ্রেস অকারণে রাজনীতি করার চেষ্টা করেছে৷ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে শুধু বিধানসভায় নয়, রাজ্যে প্রধান বিরোধী দল৷ রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে৷ এদিনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, ত্রিপুরা রাজ্য তৃণমূল চেয়ারম্যান রতন চক্রবর্তী-সহ অন্যান্যরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.