Advertisement
Advertisement

Breaking News

PM Modi

ভোটপ্রচারে গিয়ে বিনামূল্যে রেশনের ঘোষণা, মোদির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের

মোদির বিরুদ্ধে কমিশনে চিঠি সাকেত গোখলের।

TMC Accuses PM Modi of violating Poll conduct | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 5, 2023 10:19 am
  • Updated:November 5, 2023 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনামূল্যে রেশন প্রকল্পের ঘোষণা ভোটপ্রচারে গিয়ে কেন? তাও আদর্শ আচরণবিধি কার্যকর থাকাকালীন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে নালিশ জানাল তৃণমূল। রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কমিশনে চিঠি লিখেছেন।

শনিবার ছত্তিশগড়ের দুর্গের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন,”আমি ঠিক করেছি বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের সময়সীমা আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” মোদির ঘোষণার অর্থ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (Pradhan Mantri Garib kalyan Anna Yojona) যা কিনা কোভিড পরবর্তী সময়ে দেশবাসীকে আর্থিকভাবে স্বস্তি দেওয়ার জন্য শুরু হয়েছিল, সেটা চলবে ২০২৯ সাল পর্যন্ত।

[আরও পড়ুন: ১০ লাখ থেকে ৩ বছরে ১০ কোটি সম্পত্তি শিশিরের! ‘কোন জাদুতে’, প্রশ্ন কুণালের

তৃণমূল সাংসদ সাকেত গোখলের (Saket Gokhale) বক্তব্য, এটা একটা সরকারি ঘোষণা। যা হওয়া উচিত সরকারি স্তরে। যে কোনও জায়গা থেকে যে কোনও মন্ত্রী এটা করতে পারতেন। কিন্তু প্রধানমন্ত্রী সেটা করলেন ছত্তিশগড়ের একটি ভোটপ্রচারের সভায়। আদর্শ আচরণবিধি অনুযায়ী, ভোট ঘোষণা হয়ে গেলে কোনও রাজ্যে এই ধরনের সরকারি প্রকল্পের ঘোষণা করা যায় না। এতে ভোটাররা প্রভাবিত হতে পারেন। তৃণমূল সাংসদ জানিয়েছেন, তিনি মোদির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনকে চিঠি লিখেছেন। 

[আরও পড়ুন: সন্ধ্যা নামলেই বাড়ির ছাদে বিকট শব্দ, ‘ভূতে’র উপদ্রবে কাঁটা গৃহস্থ]

বস্তুত বিধানসভা ভোটের প্রচারে গিয়ে মোদির এ হেন ঘোষণায় আপত্তি তুলেছে প্রায় সব বিরোধী দলই। তাদের বক্তব্য, ভোটমুখী রাজ্যে এভাবে প্রকল্প ঘোষণা করতে পারেন না প্রধানমন্ত্রী। তৃণমূল (TMC) সোজা অভিযোগ জানাল কমিশনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement