সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোচনা ছাড়াই সংসদের চলতি বাদল অধিবেশনে (Parliament Session) একাধিক বিল পাশ করেছে সরকারপক্ষ। এই অভিযোগে বারবার সরব হয়েছেন বিরোধীরা, অধিবেশনেও তাঁরা এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার চলতি অধিবেশন শেষের পর দিল্লিতে তৃণমূল সাংসদরা সাংবাদিক বৈঠক করে সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন। ডেরেক ও ব্রায়েন (Derek O Brien), সৌগত রায় (Sougata Roy), যশবন্ত সিনহারা পালটা সরকারের বিরুদ্ধেই ‘গুন্ডামি’র অভিযোগ তুললেন। ডেরেক বললেন, ”সংসদীয় কমিটিতে আলোচনা ছাড়া একের পর এক বিল পাশ করা হয়েছে। প্রতি ১০ টি বিল পিছু ৪টি অর্ডিন্যান্স। কেন? এটাই কি গুন্ডামি নয়? বলা হচ্ছে, বিরোধীরা গুন্ডাদের মতো আচরণ করছে। কিন্তু আমরা বলছি, সরকার পক্ষই গুন্ডামি করেছে।”
OBC বিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদের বাদল অধিবেশনে। তবে এবারের অধিবেশনের শুরুতেই ঝড় তুলেছিল ফোনে আড়ি পাতা কাণ্ড বা ‘পেগাসাস’ (Pegasus) ইস্যু। একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি, সাংবাদিকদের ফোনে ইজরায়েলি স্পাইওয়্যার দিয়ে নজরদারি চালানো হয়েছে। সংসদ অধিবেশনের শুরুর দিনই এই খবর প্রকাশ্যে আসার পরই বিরোধীরা এ নিয়ে আলোচনার দাবি তোলেন। তৃণমূল-সহ সবকটি বিরোধী দলই এমন স্পর্শকাতর বিষয় নিয়ে সরব হয়েছিল। বারবার সংসদে আলোচনার দাবি করেছিলেন বিরোধীরা। কিন্তু গোটা অধিবেশনে তা নিয়ে কোনও আলোচনা হয়নি। ডেরেক, সৌগতদের অভিযোগ, এই আলোচনা ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছেন মোদি-শাহ। এমনকী তাঁরা সংসদে হাজির হয়ে কোনও প্রশ্নের উত্তরও দেননি। যদিও অধিবেশনের শুরুর ঠিক আগে সংসদে প্রবেশের সময় প্রধানমন্ত্রী মোদি নিজে আশ্বাস দিয়েছিলেন, ”সরকার সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, সংসদ ভালভাবে চলতে দিন।” কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, তেমনটা হল না।
বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে (Delhi) সাংবাদিক বৈঠক করে এ নিয়ে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মোট ৭টি প্রশ্ন তুলে ধরেন তৃণমূলের সংসদীয় দল। গত ৩ বছরে মোদি-শাহ কেন কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন না? স্রেফ লোকসভায় সংখ্যাধিক্যের জেরে আলোচনা ছাড়াই বিল পাশ করানো হচ্ছে কেন? এমনই সাতটি প্রশ্নমালা তুলে ধরেছেন ডেরেক ও ব্রায়েন, সৌগত রায়রা। এ প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথাও তুলেছেন সৌগত রায়। তাঁর মতে, মনমোহন সিংয়ের সময়ে তিনি সংসদে বিরোধীদের প্রশ্নের জবাব দিতেন। কিন্তু মোদি সরকার তা করে না বলে অভিযোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.