Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

ত্রিপুরায় Abhishek-কে খুনের চেষ্টা বিজেপির, অভিযোগ তুলে ডিজিপিকে চিঠি তৃণমূলের

জেড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত অভিষেকের নিরাপত্তায় গলদেরও অভিযোগ আনা হয়েছে।

TMC accuses BJP sheltered goons tried to kill TMC MP Abhishek Banerjee in Tripura | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 5, 2021 10:15 am
  • Updated:August 5, 2021 10:59 am  

স্টাফ রিপোর্টার: দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘খুনের উদ্দেশ্যেই’ বিজেপিআশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল! এমন অভিযোগ তুলে ত্রিপুরার ডিজিপিকে চিঠি লিখল তৃণমূল। ত্রিপুরা তৃণমূলের তরফে চিঠিটি লিখেছেন ওই রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রকাশচন্দ্র দাস।

ডিজি ভি এস যাদবকে লেখা চিঠিতে প্রকাশ লিখেছেন, “রাস্তার দু’ধারে বিজেপির পতাকা নিয়ে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল। তাদের হাতে ছিল লাঠি এবং রড। যেভাবে তারা অভিষেক এবং তাঁর সঙ্গী অজিতকুমার পালের গাড়িতে হামলা চালিয়েছিল তাতে স্পষ্ট, খুনের উদ্দেশ্য ছিল তাদের।” ইতিমধ্যেই ওই হামলার ঘটনা নিয়ে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও তদন্তের মাধ্যমে ‘ষড়যন্ত্র’ প্রকাশ্যে আনার দাবিও তুলেছে ত্রিপুরা তৃণমূল (TMC)। জেড প্লাস নিরাপত্তাপ্রাপ্ত অভিষেকের নিরাপত্তায় গলদেরও অভিযোগ আনা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের বন্যায় মৃতদের পরিবারের পাশে PM Modi, ঘোষণা আর্থিক সাহায্যের]

ত্রিপুরা (Tripura) তৃণমূলের অভিযোগ, ত্রিপুরেশ্বরী মন্দিরের যাত্রাপথে অন্তত ১৩ বার হামলা ও বিক্ষোভ দেখানো হয়েছে। অভিষেকের সফরের পরপরই বুধবার আগরতলা যান বাংলায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গিয়েই ত্রিপুরার প্রাক্তন সিপিএম সাংসদ-বিধায়ক ও শিক্ষক-সরকারি কর্মী সংগঠনের নেতা অজয় বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন। ত্রিপুরায় সিপিএমের অন্যতম স্থপতি অজয়বাবু এখন পিডিএসের সম্পাদক। কুণালের সঙ্গে দীর্ঘ কথা হয় তঁার। সাংবাদিকদের কাছে কুণাল ‘সৌজন্য সাক্ষাৎ’ বললেও অজয় বিশ্বাস সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন।

তাঁর বক্তব্য, “সিপিএমকে যাঁরা ভরসা করতেন, সেই কৃষক, শ্রমিক, শিক্ষক, কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই বন্ধু ভাবছেন। পশ্চিমবঙ্গে এই কারণে সিপিএম শূন্যে নেমে এসেছে। ত্রিপুরায়ও বামেদের পিছনে ফেলে বিজেপির মোকাবিলায় বিকল্প হিসাবে উঠে আসছে তৃণমূল। বাকিটা মানুষ বিচার করবে।” আগরতলা বিমানবন্দরে কুণালকে বহু তৃণমূল কর্মী স্বাগত জানান। তাঁকে দেওয়া হয় মা ত্রিপুরেশ্বরীর ছবি। এরপর দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকও করেন। এদিকে, ত্রিপুরায় জোড়া প্রতিনিধি পাঠিয়েছে এআইসিসিও। দলে ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে ও ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিংহদেও।

[আরও পড়ুন: দিল্লি ধর্ষণ ও খুন কাণ্ডে সুর চড়াচ্ছে TMC, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা ৩ মহিলা সাংসদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement